Mamata Banerjee : BJP-র বিরুদ্ধে আদৌ TMC-কংগ্রেস ও CPM-র জোট সম্ভব? কী ভাবছেন মমতা ? কী বলছেন বিরোধীরা ?
তৃণমূল আগে থেকেই বাংলায় একলা চলার ডাক দিয়েছে তাহলে সেক্ষেত্রে 'একের বিরুদ্ধে এক' লড়াই কীভাবে সম্ভব?

কলকাতা : সংখ্যালঘু অধ্যুষিত মালদা-মুর্শিদাবাদের ( Murshidabad ) মাটিতে দাঁড়িয়ে ফের একবার এনআরসি ( NRC ) খুঁচিয়ে দিলেন মুখ্য়মন্ত্রী ( Mamata Banerjee )। তাঁর আপাতত নজর অবশ্যই আসন্ন পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) দিকে। কিন্তু, তার চেয়েও বড় নজর আগামী বছর ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিকে। আর সেই কথা মাথায় রেখেই বিজেপিকে যেমন তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। আবার সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার আহ্বানও জানালেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী নির্বাচনের আগে আমি এটাই বলব, সব বিরোধী দল এক হয়ে যান এবং একের বিরুদ্ধে এক হয়ে লড়াই করুন।
কিন্তু এমনটা কি আদৌ সম্ভব?
বাংলায় কি বিজেপির বিরুদ্ধে আদৌ তৃণমূল-কংগ্রেস ও সিপিএমের জোট সম্ভব? বাংলায় কি অন্য় কোনও দলকে বিজেপির বিরুদ্ধে আসন ছাড়তে রাজি হবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? তৃণমূল আগে থেকেই বাংলায় একলা চলার ডাক দিয়েছে তাহলে সেক্ষেত্রে 'একের বিরুদ্ধে এক' লড়াই কীভাবে সম্ভব?
সিপিএম রাজ্য় সম্পাদক, মহম্মদ সেলিমের অভিমত, ' মানুষ তৃণমূল ও তাঁর এ টিম বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। সংখ্য়ালঘুরা মুখ ফেরালে সংখ্য়াগুরুরাও মুখ ফিরিয়ে নেবে। এই দুই দলের খেলা বুঝে গেছে মানুষ।'
লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, 'যদি বিরোধীদের একছাতার তলায় আনার প্রয়োজন মনে করেন, কর্ণাটকে প্রচারে গেলেন না কেন আপনি? কর্ণাটকে প্রচারে গেলেন না কেন? গোয়াতে গিয়ে বিজেপিকে সাহায্য করলেন, মেঘালয়ে বিজেপিকে সাহায্য করলেন, ত্রিপুরায় বিজেপিকে সাহায্য করলেন, এখন আপনার হুঁশ ফিরেছে, আপনি বলছেন বিরোধীদের এক হওয়া দরকার। কর্ণাটকে ভোট হচ্ছে, আপনার তো প্রচারে যাওয়া উচিত। আপনি তো গেলেন না। আপনি তো ধান্দাবাজ, যাবেন না, মোদিকে চটাবেন না আপনি। তাই মুখে বলবেন, কাজে করবেন না'
বিগত সাগরদিঘি বিধানসভা উপ নির্বাচনেও তৃণমূলের বিরুদ্ধে বাম ও কংগ্রেস ঐক্য়বদ্ধভাবে লড়েছে। হার হয়েছে তৃণমূলের। এরইমধ্য়ে পরবর্তী লোকসভা নির্বাচনে, বঙ্গ বিজেপিকে ৩৫ আসনের টার্গেট বেধে দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সভা থেকে, বিজেপিকে রুখতে, মোদির বিরুদ্ধে 'একের বিরুদ্ধে এক' ফর্মুলায় লড়াইয়ের আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিরোধী ভোট ভাগাভাগি হলে আখেরে যে বিজেপিরই লাভ, তাও বোঝালেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' একের বিরুদ্ধে এক লড়াই করুন। যে যেখানে শক্তিশালী, সে সেখানে লড়াই করুন। আমার কোনও আপত্তি নেই। চেষ্টা করুন একসঙ্গে কাজ করার। '
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কিন্তু একদিকে যখন মমতা বন্দ্য়োপাধ্য়ায় একের বিরুদ্ধে এক লড়াইয়ের ডাক দিচ্ছেন, তখন বৃহস্পতিবারই তিনি সিপিএম ও কংগ্রেসকে বিজেপির সঙ্গে এক সারিতে ফেলে আক্রমণ করেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, এ রাজ্য়ে বাম-বিজেপি-কংগ্রেস এক। সিপিএম কংগ্রেস আমাদের হারানোর চেষ্টা করছে ।






















