Mamata Banerjee : 'বদলা নয়'য়ের বার্তা আর নয় ! এবার মুখ্যমন্ত্রীর মুখে 'যেটা করার দরকার' করার বার্তা
RG Kar Case : 'এখনও সহ্য করছি, সহ্যের সীমা ছাড়িয়ে গেলে, কী করতে পারি জানে না' মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি মেয়ো রোড থেকে।
কলকাতা : এক সময় যখন তৃণমূল রাজ্যে ক্ষমতায় এসেছিল, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন বদলা নয়, বদল চাই। এরপর গঙ্গা নদী দিয়ে বয়ে গিয়েছে বহু জল। এবার রাজ্য যখন এক চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার চেয়ে উত্তাল, সেই সময় মুখ্যমন্ত্রী বার্তা দিলেন, আর বদলা নয়, বদল চাই বলব না।
এদিন মেয়ো রোডের সমাবেশ থেকে ছাত্র যুবদের নানা বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি ঘোষণা করেন, 'আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে ধর্ষণবিরোধী বিল পাস করাব'। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে আগাগোড়া ভরা ছিল বিজেপির প্রতি শানিত আক্রমণে। বিজেপি র অবরোধ, বিক্ষোভ , মিছিলকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, 'মোদিবাবু, তাঁর পার্টিকে দিয়ে বাংলায় আগুন লাগাচ্ছে'। তিনি বলেন, 'আমি অনেক ভেবে দেখলাম, আমি বদলের কথা বলেছি, কখনও বদলা নিইনি...কিন্তু এবার বলব, 'যেটা করার দরকার, সেটা আপনারা ভাল বুঝে করবেন'। কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'এখনও সহ্য করছি, সহ্যের সীমা ছাড়িয়ে গেলে, কী করতে পারি জানে না'। তিনি আরও বলেন, 'আজ বলছি ফোঁস করতে তো পারবেন'। এই কথা বলতে গিয়ে তিনি শ্রীরামকৃষ্ণ দেবের বলা গল্পকে টেনে আনেন।
মুখ্যমন্ত্রী বলেন, 'আমি অশান্তি চাই না। কিন্তু কুৎসা করে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না। কিন্তু ফোঁস তো করতে পারেন! চক্রান্তকারীদের মুখোশ খুলে ফোঁস করুন। '
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে উস্কানিমূলক বলে কটাক্ষ করেছেন সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্যও। সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, এসব বলে আন্দোলনকে প্রশমিত করা যাবে না। '২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত ৫ জন চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে আরজি করেই। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন। তবে আন্দোলন যেখানে সর্বব্যাপী, সর্বস্পর্শী, সেখানে মুখ্যমন্ত্রীর এই হুমকি তাঁর কর্মীদের উপর সেভাবে প্রভআব ফেলতে পারবে না'
এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে বলেন। বলেন, 'আমি জুনিয়র চিকিৎসকদের প্রতি সহমর্মী, কিন্তু আন্দোলনে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। কোনও ব্যবস্থা আমি নেব না, এবার আস্তে আস্তে কাজে যোগ দিন। আমি অ্যাকশন নিতে চাই না। অ্যাকশন নিলে চিকিৎসকদের জীবন নষ্ট হয়ে যাবে, এটা আমরা চাই না। '
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিজেপির লালবাজার অভিযানে ধুন্ধুমার! ব্যারিকেড ধরে BJP কর্মী-পুলিশ ধস্তাধস্তি