(Source: ECI | ABP NEWS)
Mamata on Jagdeep Dhankhar's Resignation: 'আমার মনে হয়, ওঁর শরীরে একদম ঠিক আছে', জগদীপ ধনকড়ের ইস্তফা প্রসঙ্গে মন্তব্য মমতার
Vice President Jagdeep Dhankhar's Resignation: পশ্চিমবঙ্গের রাজ্য়পাল হিসেবে মেয়াদ শেষের আগেই, উপ রাষ্ট্রপতি হয়েছিলেন। এবার উপরাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষের আগেই, ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকড়।

কলকাতা : মেয়াদ শেষের দু'বছর আগেই দেশের উপ রাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকড়। স্বাস্থ্যের কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। তবে খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ইঙ্গিতপূর্ণভাবে সোশাল মিডিয়ায় লিখেছেন, শুধু স্বাস্থ্যই কারণ ? যদি হয় সুস্থ হয়ে উঠুন। অন্যথায় কৌতুহল থাকল। এই ইস্তফা রহস্যজনক বলে মন্তব্য় করেছেন সিপিএমের রাজ্য়সভার সাংসদ বিকাশ ভট্টাচার্যও। এনিয়ে এবার সাংবাদিকের প্রশ্নে মতামত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বললেন, "এনিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। কী হচ্ছে দেখা যাক। লক্ষ্য করা যাক। উনি স্বাস্থ্যকর মানুষ। আমার মনে হয়, ওঁর শরীরে একদম ঠিক আছে।"
পশ্চিমবঙ্গের রাজ্য়পাল হিসেবে মেয়াদ শেষের আগেই, উপ রাষ্ট্রপতি হয়েছিলেন। এবার উপরাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষের আগেই, ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকড়। গতকাল সন্ধেয় আচমকাই ইস্তফার কথা ঘোষণা করেন।
২০২২ সালের ১১ অগাস্ট দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হয়েছিলেন জগদীপ ধনকড়। ২০২৭ সাল অবধি উপরাষ্ট্রপতি হিসেবে মেয়াদ ছিল তাঁর। কিন্তু, দুই বছর বাকি থাকতেই সেই পদে ইস্তফা দিলেন তিনি। রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ মেনে চলার জন্য এখনই উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি। দ্বিধাহীনভাবে সমর্থন এবং দারুণ সম্পর্ক বজায় রাখার জন্য আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সমর্থন আমার কাছে অমূল্য এবং আমার দায়িত্ব পালনের সময় আমি অনেক কিছু শিখেছি। সাংসদদের কাছ থেকে আমি যে উষ্ণতা, আস্থা এবং স্নেহ পেয়েছি তা সব সময় আমার মনে থাকবে।
সোমবারই সংসদে বাদল অধিবেশন শুরু হয়। সোমবার সকালে রাজ্যসভা পরিচালনা করেন তিনি। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় তাঁর ইমপিচমেন্টের জন্য নোটিস পেয়েছেন বলেন জানান জগদীপ ধনকড়। এরপর দুপুর ৩টা ৫৩ মিনিটে উপরাষ্ট্রপতির অফিস থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় জগদীপ ধনকড় বুধবার জয়পুরে একটি আলোচনা সভায় অংশ নিতে যাবেন। কিন্তু, এরপর রাতে হঠাৎই স্বাস্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগ করেন জগদীপ ধনকড়। জানান এখন থেকেই তাঁর পদত্যাগ কার্যকরী হচ্ছে। কিন্তু কেন ? তা নিয়ে কিছুটা কৌতুহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
এই খবর সামনে আসার পরই, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ইঙ্গিতপূর্ণভাবে সোশাল মিডিয়ায় লিখেছেন, শুধু স্বাস্থ্য়ই কারণ? যদি হয় সুস্থ হয়ে উঠুন। অন্যথায় কৌতুহল থাকল।
সিপিএমের রাজ্য়সভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের গলাতেও কৌতুহলের সুর!
জগদীপ ধনকড়ের আগে উপরাষ্ট্রপতি পদে মেয়াদ শেষের আগে ইস্তফা দিয়েছেন আরও দু'জন। ভি ভি গিরি এবং আর ভেঙ্কটরমণ। তবে এই দু'জনই রাষ্ট্রপতি হওয়ার জন্য় মাঝপথেই ইস্তফা দিয়েছিলেন। আর জগদীপ ধনকড় জানালেন তিনি শারীরিক কারণে ইস্তফা দিচ্ছেন!উপরাষ্ট্রপতি পদে থাকাকালীন সহযোগিতার জন্য় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্য়দের ধন্য়বাদও জানিয়েছেন জগদীপ ধনকড়। এবার তাঁর জায়গায় দেশের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন কে? সেটাই দেখার।























