Mamata Banerjee: চোপড়ায় মিছিলে গুলির ঘটনায় দল জড়িত নেই...দাবি মুখ্যমন্ত্রীর
Chopra Firing: চোপড়ায় বাং-কংগ্রেসের মিছিলের উপর গুলিচালনার ঘটনা ঘটে। মারা গিয়েছেন এক বামপ্রার্থী, গুরুতর জখম আরও কয়েকজন। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করেছিল বামেরা।

কলকাতা: চোপড়ার ঘটনায় তৃণমূল যুক্ত নয়। এদিন সরাসরি চোপড়ার ঘটনার সঙ্গে তৃণমূলের কারও যুক্ত থাকার কথা অস্বীকার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন সকালে চোপড়ায় বাং-কংগ্রেসের মিছিলের উপর গুলিচালনার ঘটনা ঘটে। সিপিএমের দাবি ২ জন মারা গিয়েছেন। কংগ্রেসেরও দাবি ২ জন মারা গিয়েছেন। তাদের মধ্যে একজন সিপিএম, একজন কংগ্রেসের। যদিও পুলিশের দাবি কেউ মারা যাননি। একজন ভীষণ আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করেছিল বামেরা।
কী বলেছেন মুখ্যমন্ত্রী:
তিনি বলেন, 'এর আগে পঞ্চায়েত নির্বাচনে বহু মৃত্যু হয়েছে...ইসলামপুর ও চোপড়ায় যা প্রবলেম হয়েছে। তার সাথে পার্টি কোনওভাবে যুক্ত নেই। যারা করেছে তাদের আমরা টিকিট দিইনি। কাল পর্যন্ত তারা টিকিট চেয়েছে। তাদের কাজে আমরা সন্তুষ্ট নই বলে তাদের আমরা টিকিট দিইনি। ইসলামপুর ও চোপড়ার ঘটনায় পার্টি কোনওভাবে যুক্ত নয়। আমি পুলিশকে বলে দিয়েছি কড়া ব্যবস্থা নিতে।'
এদিন উত্তপ্ত চোপড়া:
মনোনয়ন পর্বের শেষদিনে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। চোপড়ার কাঁঠালবেড়িয়ায় বাম-কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। বাম-কংগ্রেস প্রার্থীরা মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। সেই সময়েই বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন বলে সূত্রের খবর। সিপিএমের দাবি ২ জন মারা গিয়েছেন। কংগ্রেসেরও দাবি ২ জন মারা গিয়েছেন। তাদের মধ্যে একজন সিপিএম, একজন কংগ্রেসের। যদিও পুলিশের দাবি কেউ মারা যাননি। একজন ভীষণ আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
বাম-কংগ্রেসের দাবি, তৃণমূলের সন্ত্রাসের জেরে গতকাল পর্যন্ত তাদের প্রার্থীরা মনোনয়নই জমা দিতে পারেননি। এদিন চোপড়ার লালবাজার থেকে একসঙ্গে মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন কংগ্রেস ও সিপিএম প্রার্থীরা। তখনই তাঁদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার সময় কোনও পুলিশ ছিল না। তিন জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে।
ঘটনার সময় কোনও পুলিশ ছিল না এলাকায়। ঘটনার পরে পুলিশ আসে। বিডিও অফিস পৌঁছনোর কয়েক কিলোমিটার আগেই এই গুলি-হামলার ঘটনা ঘটে। বেশ কয়েকজন জখম হয়েছেন। এক আহতের অভিযোগ, 'আমরা মিছিল করে যাচ্ছিলাম। হঠাৎ ওরা, তৃণমূলের লোকেরা এসে গুলি চালায়। আমাদের অনেকে আহত। বড় বড় বন্দুক দিয়ে মারধর করেছে।'
আরও পড়ুন: একের বেশি ফর্ম ১৬ থাকলে কীভাবে ফাইল করবেন ইনকাম ট্যাক্স রিটার্ন ? রইল সহজ সমাধান






















