(Source: Poll of Polls)
Mamata Banerjee : 'সবটা তো আমি করি না' আদালতের নিয়োগ-বাতিলের পরই ব্যাখ্যা মমতার
Mamata Banerjee On Recruitment Scam : বিরোধীরা কটাক্ষ করে বলছে, অতিরিক্ত শূন্য়পদ তৈরির নামে যে দুর্নীতি হয়েছে, তা থেকে নিজেকে আড়ালের চেষ্টা করছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
সৌভিক মজুমদার, প্রকাশ সিনহা, কমলকৃষ্ণ দে, কলকাতা : অতিরিক্ত শূন্য়পদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ে ইতিমধ্য়েই নজরে চলে এসেছে রাজ্য় মন্ত্রিসভা! আর রায়ের পরের দিনই কি এই ইস্য়ুতে নিজের ভূমিকা নিয়ে ব্য়াখ্য়া দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? আর তত বেশি করে তাঁকেই চেপে ধরার চেষ্টা শুরু করল বিজেপি?
মঙ্গলবার ভোটপ্রচারে গিয়ে ভাতারের সভা থেকে তৃণমূলনেত্রী বললেন, ' শিক্ষা দফতর আলাদা দফতর আছে, SSC আলাদা আছে, প্রাইমারি বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে, এগুলি তারা দেখে।' আর এই মন্তব্যের পরই বিরোধীরা কটাক্ষ করে বলছে, অতিরিক্ত শূন্য়পদ তৈরির নামে যে দুর্নীতি হয়েছে, তা থেকে নিজেকে আড়ালের চেষ্টা করছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
নজরে রাজ্য় মন্ত্রিসভা
অতিরিক্ত শূন্য়পদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ে ইতিমধ্য়েই নজরে চলে এসেছে রাজ্য় মন্ত্রিসভা! আর রায়ের পরের দিনই কি এই ইস্য়ুতে নিজের ভূমিকা নিয়ে ব্য়াখ্য়া দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? আর তত বেশি করে তাঁকেই চেপে ধরার চেষ্টা শুরু করল বিজেপি?
কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের রায়ের ২৬৯ নম্বর পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে, অতিরিক্ত শূন্য়পদে নিয়োগ নিয়ে CBI তদন্তের উদ্দেশ্য়, এটা সামনে আনা যে, এক্ষেত্রে কী ধরনের দুর্নীতি হয়েছে, কত বড় দুর্নীতি হয়েছে এবং কারা কারা জড়িত। এটা চমকে দেওয়ার মতো যে, জালিয়াতি করে পাওয়া চাকরি বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রিসভার মতো জায়গায়। এটা জেনেও যে, এইসব চাকরি হয়েছে প্য়ানেলের বাইরে এবং মেয়াদ শেষ হয়ে যাওয়া প্য়ানেল থেকে। পৃষ্ঠায় নির্দেশের অংশে বিচারপতিরা বলেছেন, বেআইনি চাকরি প্রাপকদের সুযোগ করে দিতে, অতিরিক্ত শূন্য়পদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য় সরকারের কোন ব্য়ক্তিরা, তা নিয়ে CBI আরও তদন্ত চালাবে। প্রয়োজন পড়লে CBI তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে।
বিরোধীদের প্রশ্ন, তখন মন্ত্রিসভার সদস্য় হিসেবে সকলের দায় থাকলে, এখন অতিরিক্ত শূন্য়পদ তৈরির ক্ষেত্রে, কেউ সেই দায় এড়াবে কীকরে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, '২০২২ সালের ৫মে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পৌরহিত্যে অতিরিক্ত শূন্য়পদ তৈরির জন্য় ক্য়াবিনেটে প্রস্তাব গৃহীত হয়েছিল। তাই আমাদের দাবি মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে গ্রেফতার করতে হবে'
বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কটাক্ষ, 'আপনার নির্দেশে এই চুরি হয়েছে। আমি মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করব এবং দৃষ্টি আকর্ষণ করব যে, মমতা ব্যানার্জিকে CBI তদন্তের আওতায় আনা হোক কারণ, এই রাজ্যে ওঁর নির্দেশ একটা গাছের পাতাও নড়ে না।' এবার কী হবে, সেদিকেই সবার নজর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন :
কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?