Mamata Banerjee: ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদ, পথে নামলেন মমতা-অভিষেক
TMC News: মিছিল যেখান থেকে যাবে, সেই এলাকায় মোতায়েন থাকবেন দেড় হাজার পুলিশকর্মী

কলকাতা: ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে শুরু হল মিছিল। ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন তৃণমূলনেত্রী।
বছর ঘুরলে বিধানসভা ভোট। কিন্তু তার বহু আগে, এখনই কে কত আগে ময়দানে নেমে পড়তে পারে, তা নিয়ে তৃণমূল ও বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্য়ে কার্যত প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ২১ জুলাই তৃণমূলের সবচেয়ে বড় কর্মসূচি, শহিদ দিবস। কিন্তু তার আগেই বুধবার রাস্তায় নামলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিল। কলেজ স্কোয়ার থেকে বৃষ্টি মাথায় নিয়ে মিছিলে পা মেলালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মিছিল শুরুর আগে একে একে কলেজ স্কোয়ারে এসে পৌঁছন তৃণমূলের নেতা-নেত্রীরা। বৃষ্টি মাথায় নিয়ে কলেজ স্কোয়ার থেকে দুপুর দুটোর আগেই মিছিল শুরু হয়। মমতা-অভিষেকের সঙ্গে রাস্তায় রয়েছেন ফিরহাদ, অরূপ, চন্দ্রিমা, শশী, সুজিত, উদয়নরা সহ অন্যান্যরাও। ২১ জুলাইয়ের পাঁচদিন আগে তৃণমূলের মেগা Rally-তে জনজোয়ার দেখা গেল। এদিন বউবাজারের নির্মলচন্দ্র দে স্ট্রিট, সুবোধ মল্লিক স্কোয়ার, SN ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং পৌঁছনোর কথা ছিল মিছিল। কিন্তু শেষ মুহূর্তে রুটবদল করা হল। SN ব্যানার্জি রোডের বদলে লেনিন সরণি দিয়ে গেল মিছিল। ডোরিনা ক্রসিংয়ে বক্তব্য রাখবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ধর্মতলা চত্বরে যানজটের আশঙ্কা করা হচ্ছে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় প্রায় ২ কিলোমিটার রাস্তা হাঁটবেন মুখ্যমন্ত্রী। মিছিল যেখান থেকে যাবে, সেই এলাকায় মোতায়েন থাকবেন দেড় হাজার পুলিশকর্মী। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত রাস্তার দু’পাশে দেড়হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবে। একজন অ্যাডিশনাল কমিশনারের নেতৃত্বে নিরাপত্তা দেখভালের দায়িত্বে থাকবেন ২ জন যুগ্ম কমিশনার ও ৬ জন ডেপুটি কমিশনার।
গত কয়েক মাস ধরেই বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের একাংশকে হেনস্থা ও অত্যাচারের ঘটনার অভিযোগ উঠেছে। যা নিয়ে আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এই তালিকায় রয়েছে, ওড়িশা, দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তীশগড়ের মতো রাজ্য। পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে গত বছর ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরিস্থিতির খুব একটা বদল হয়নি। সাম্প্রতিক অতীতেও অভিযোগ উঠে এসেছে বিজেপি শাসিত রাজ্য বাংলায় কথা বললে বাংলদেশি তকমা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে এবার পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়।






















