Modi-Mamata: আজ দিল্লিতে একমঞ্চে মোদি-মমতা, উপস্থিত থাকবেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও
PM Modi-Mamata Banerjee Meeting: গতকালই দিল্লি পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী। মমতার বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে দেখা করলেন কেজরিওয়াল।
নয়া দিল্লি: দিল্লির (Delhi) বিজ্ঞান ভবনে আজ প্রধানমন্ত্রীর (Prime Minister) সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতিদের সম্মেলন রয়েছে। যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল ১০টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সম্মেলনে ভাষণ দেবেন ভারতের প্রধান বিচারপতি ও এন ভি রমানা ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। এদিকে, গতকালই দিল্লি পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী। মমতার বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে দেখা করলেন কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে বসবেন বিজেপি-শাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, এমনটাই সূত্রের খবর।
বিচারপতিদের এই সম্মেলনে মূলত দেশের বিচার বিভাগীয় পরিকাঠামোর উন্নয়নে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়, তা নিয়ে আলোচনা হবে। এছাড়াও, বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বা তার প্রস্তাব দেওয়া হতে পারে এই সম্মেলনে।
আরও পড়ুন, হাঁসফাঁস গরমে স্বস্তির খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
এদিকে, দিল্লি যাওয়ার আগে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া বিতর্ক নিয়ে সরগরম রাজনীতি। মুখ্যমন্ত্রীর ৯৭ হাজার কোটি টাকা পাওনার দাবি উড়িয়ে দিল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, বকেয়া ৪ হাজার কোটি টাকার বেশি। বাংলায় হেরে গেছে বলে পাওনা মেটাচ্ছে না মোদি সরকার, তীব্র আক্রমণ তৃণমূলের।
মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, কেন্দ্রের কাছে রাজ্য সরকারের বকেয়ার পরিমাণ ৯৭ হাজার কোটি টাকারও বেশি। অন্যদিকে, বিজেপির দাবি বাংলা সরকার পায় মাত্র ৪ হাজার ২৯২ কোটি টাকা। করোনা নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে, পেট্রোপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির দায় কার্যত বিরোধীদের হাতে থাকা রাজ্যগুলির ওপর চাপিয়ে দেন প্রধানমন্ত্রী। তাঁর গলায় উঠে আসে পশ্চিমবঙ্গের কথাও।