TMC Foundation Day : 'অন্যায়ের বিরুদ্ধে জোটবদ্ধ লড়াইয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ', তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ট্যুইট মমতার
Foundation Day OF TMC : ' আশীর্বাদের জন্য সকলকে ধন্যবাদ', দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ট্যুইটে লেখেন তৃণমূলনেত্রী।
কলকাতা : তৃণমূল কংগ্রেসের ২৪ তম প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট। তৃণমূলনেত্রী লেখেন, মা-মাটি-মানুষের পরিবারের তরফে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলের কর্মী, সমর্থক, সদস্যদের শুভেচ্ছা জানাই। ১৯৯৮ সালের ১ জানুয়ারি আমাদের যাত্রা শুরু হয়েছিল। সেইসময় থেকে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছি। নতুন বছরে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আমরা জোটবদ্ধ লড়াইয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আসুন, একে অপরের প্রতি সহৃদয় ব্যবহার, অন্যকে সম্মান করি। দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে শক্তিশালী করে তুলতে একসঙ্গে কাজ করি। আশীর্বাদের জন্য সকলকে ধন্যবাদ। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ট্যুইটে লেখেন তৃণমূলনেত্রী।
On #TMCFoundationDay, I extend my best wishes to all our workers, supporters and members of the Maa-Mati-Manush family.
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2022
Our journey began on January 1st, 1998 and since then we have been committed in our efforts towards serving people and ensuring their welfare. (1/2)
আরও পড়ুন : বাড়ছে আতঙ্ক, কলকাতা মেডিক্যাল কলেজে সংক্রমিত আরও দুই ইন্টার্ন
আজকের দিনটি রাজ্যে ছাত্র দিবস পালনের পরিকল্পনা নিয়েছে রাজ্য। সেই উপলক্ষ্যেও ট্যুইটে সব পড়ুয়াদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, '#StudentsDay উপলক্ষে সকল ছাত্র-ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমরাই ভবিষ্যৎ, তোমরাই আশার আলো। আমি তোমাদের মঙ্গল এবং সুখের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তোমাদের সকল স্বপ্ন সত্যি হোক!
Heartiest greetings to all students on the occasion of #StudentsDay.
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2022
You are the future, you are the beacon of hope. I pray to God for your well-being and happiness. May all your dreams come true!
GoWB remains committed to your welfare.