Migrant Worker Death: ভাত নিয়ে বচসা! ভিনরাজ্যে বাঁশের আঘাতে প্রাণ গেল বাংলায় শ্রমিকের
Malda News: বৃহস্পতিবার সকালে মালদার মালোপাড়ার বাসিন্দা বিমলের মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
করুণাময় সিংহ, মালদা: ভিন রাজ্যে কাজে গিয়ে খুন বাংলার পরিযায়ী শ্রমিক (Migrant Worker from West Bengal)। মাত্র ২ মাস আগে কাজ নিয়ে সেকেন্দ্রাবাদে গিয়েছিলেন মালদার এক শ্রমিক। সেখানেই অন্য এক শ্রমিকের (Migrant Worker Death) হামলায় মারা গিয়েছেন মালদার (Malda News) হবিবপুর থানার আইহো মালোপাড়ার বাসিন্দা বিমল হালদার। বৃহস্পতিবার সকালে মালদার মালোপাড়ার বাসিন্দা বিমলের মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দুই মাস আগে সেকেন্দ্রাবাদে (Migrant worker death in Secunderabad) পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন তিনি। সেখানেই এমন ঘটনা। কিন্তু এমন মর্মান্তিক ঘটনা কেন ঘটল? পরিবার সূত্রে দাবি, সেকেন্দ্রাবাদে খাবার নিয়ে অন্য এক শ্রমিকের সঙ্গে বচসার কারণে তাঁকে পিটিয়ে খুন করা হয়। যিনি অভিযুক্ত তিনিও বাংলারই বাসিন্দা। খুনে অভিযুক্ত ব্যক্তি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মালদার হবিবপুর থানার পুলিশ।
ভিনরাজ্যে খাবার নিয়ে ঝামেলায় কেন খুন হলেন মালদার পরিযায়ী শ্রমিক (Malda Migrant Worker)? পরিবারের দাবি ভাত খাওয়া নিয়ে শুরু হয়েছিল বচসা। সেটাই ক্রমশ গড়ায় হাতাহাতিতে। তারই জেরে সহকর্মীর হাতে খুন হন বছর সাঁইত্রিশের বিমল হালদার। বাঁশের ঘা মেরে খুন করার অভিযোগ উঠছে তাঁরই সহকর্মীর বিরুদ্ধে, যিনি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এলাকার বাসিন্দা। ঘটনায় শোকে ভেঙে পড়েছে মৃতের পরিবার। প্রধান অভিযুক্তকে এখনও ধরতে পারেনি হবিবপুর থানার পুলিশ।
মালদার হবিবপুর (Habibpur Police Station) থানার আইহোর বাসিন্দা বিমল হালদার।২মাস আগে চৌধুরী পাড়ার বাসিন্দা মৌসব মিয়ার সূত্র ধরে সেকেন্দ্রাবাদে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন এই গ্রামের ৩ ব্যক্তি।তার মধ্যেই একজন ছিলেন বিমল।গত মঙ্গলবার পরিবারের কাছে বিমল হালদারের মৃত্যুর খবর আসে। একদিকে শোক অন্যদিকে ভবিষ্যৎ-আশঙ্কায় কাঁটা মৃতের দুই ছেলে মেয়ে এবং স্ত্রী।
ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকের (Bengali Migrant Worker Death) মৃত্যুর ঘটনা নতুন নয়। কিন্তু খাবার নিয়ে বচসার জেরে এমন মৃত্যু নজিরবিহীন। যে খাবারের জন্য বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে এতদূরে গিয়ে থাকতে হয়। সেই খাবারের জন্য়ই শেষে মৃত্যু হল বাংলার শ্রমিকের।
আরও পড়ুন: লোকসভা ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী? কী বলছে কমিশন?