India Pakistan Situation: চিকিৎসা সংক্রান্ত ছাড়া সব ছুটি বাতিলের সিদ্ধান্ত, নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের
India Pakistan Conflict: সীমান্তে ভারত-পাক উত্তেজনা। ভারতের জবাবে নাজেহাল পাকিস্তান। ২৪টি জায়গায় ৫০০ পাক-ড্রোনের হামলা। ধ্বংস করল ভারত।

কলকাতা: ভারতের চক্রব্যূহে নাস্তানাবুদ পাকিস্তান। প্রত্যাঘাতে কাঁপছে পাক। বারবার হামলার চেষ্টা করেও বারবার ব্যর্থ। ২৪ ঘণ্টায় অন্তত ২০০ বার আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা পাক যুদ্ধবিমানের। এই আবহে এবার স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত অফিসারদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যেই জারি করা হয়েছে নির্দেশিকা।
সীমান্তে ভারত-পাক উত্তেজনা। ভারতের জবাবে নাজেহাল পাকিস্তান। এই আবহে এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অফিসারদের ছুটি মঞ্জুর করা হবে না। চিকিৎসা সংক্রান্ত কারণের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। পরবর্তী নির্দেশিকা পর্যন্ত এই বিধি জারি থাকবে। ইতিমধ্যে যাদের অনুমোদিত ছুটি ছিল তাও বাতিল করা হয়েছে। ছুটিতে থাকা অফিসারদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"
এদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবেপাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হেনে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। পাল্টা হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে ড্রোন-হামলা, মিসাইল। অ্যাটাকের চেষ্টা করে পাক সেনা। ভারতীয় সেনার তৎপরতায় সবকটি হামলাই ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে রাজধানীতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। লাল কেল্লা, কুতুব মিনার-সহ ঐতিহাসিক সৌধগুলিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নজরদারি চালাচ্ছে আধাসেনাও। লালকেল্লা চত্বরে সাইরেন বাজিয়েও প্রস্তুতি নেওয়া হয়। ইন্ডিয়া গেট, কুতুব মিনার-সহ অন্যান্য ঐতিহাসিক সৌধ এবং পর্যটনস্থলগুলিতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। মুম্বই উপকূলে সতর্কতা জারি হয়েছে। সমুদ্র সৈকত থেকে লোকজনকে সরে যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন। স্থানীয়দেরও সমুদ্রের ধারে ঘুরে বেড়াতে নিষেধ করা হয়েছে। বাড়ানো হয়েছে সমুদ্র তীরবর্তী এলাকার নিরাপত্তা। অন্যদিকে, নিরাপত্তার কথা মাথায় রেখে জম্মু-সহ উত্তর-পূর্ব ভারতের ২৮টি বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে।যাত্রী হয়রানি রুখতে জম্মু ও উধমপুর থেকে দিল্লি পর্যন্ত ৩টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
জম্মু থেকে শুরু করে পাঞ্জাব, রাজস্থান সীমান্তে পাকিস্তান হামলা চালিয়েছে। মাটিতে আছড়ে পড়ার আগে আকাশেই পাক-ড্রোন ধ্বংস করেছে ভারত। আখনুর, চণ্ডীগড়, মোহালি, পঞ্চকুলা, আম্বালায় বাজল এয়ার সাইরেন। বাসিন্দাদের ঘরে থাকতে বলে বারান্দা বা জানলার কাছে না দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, হোশিয়ারপুরে মিলল পাকিস্তান থেকে ছোড়া চিনা মিসাইলের ধ্বংসাবশেষ। জয়সলমেরে মিলেছে মর্টার শেল।






















