(Source: ECI/ABP News/ABP Majha)
মোবাইল ওয়ালেটে ফোন লিঙ্ক রয়েছে? ৫০ হাজার টাকা খোয়ালেন এক ব্যক্তি
প্রথমে দশ হাজার পরে দুই দফায় কুড়ি হাজার করে মোট ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয় অ্যাকাউন্ট থেকে।
অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: মোবাইলের লিঙ্ক ক্লিক করার পরই ৫০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারকরা। পশ্চিম মেদিনীপুর মোহনপুর থানার পুরুনিয়া গ্রামে ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই বিপুল পরিমাণ টাকা দুষ্কৃতকারীরা হাতিয়ে নিল। তাও আবার সেনা কর্তার পরিচয় দিয়ে।
জানা যায় তরুণ দত্ত নামে ওই ব্যক্তি দিল্লিতে ব্যবসা করেন। তিনি বাড়ি এসেছিলেন কয়েকদিন আগে। রবিবার রাতে তাঁর কাছে ফোন আসে তাঁরই কোনও পরিচিতির নাম নিয়ে। সেখানে টাকার দরকারের কথা জানান হয়। এও বলা হয় মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে হবে। তিনি যাচাই না করে ফোন নাম্বার চেয়ে পাঠান। এরপর ওই ব্যক্তির মোবাইলে একটি লিঙ্ক আসে। আর মোবাইলের ওই লিঙ্কে ক্লিক করে ইনস্টল করতে বলা হয় একটি অ্যাপ।
ইনস্টল করার পর প্রথমে দশ হাজার ও পরে দুই দফায় কুড়ি হাজার করে মোট ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয় অ্যাকাউন্ট থেকে। যদিও প্রতারিত তরুণ দত্তের কাছে কোনও মেসেজ আসে না এই টাকা কেটে নেওয়ার। পরে সোমবার তিনি অ্যাকাউন্ট চেক করে দেখেন তার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা তিন দফায় তুলে নেওয়া হয়েছে। সোমবার রাতেই মেদিনীপুর ও মোহনপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিশ।
প্রতারিত ব্যক্তি বলেন, আমার কাছে একটি পরিচিতির নাম নিয়ে ফোন আসে তিনি বলেন তিনি এয়ারফোর্সের চাকুরিরত। তিনি অসুবিধায় আছেন টাকা ট্রান্সফার হচ্ছে না তাই টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে আগে। পরে সেটা ওই ব্যক্তিকে পাঠিয়ে দিতে বলা হয়। পরে অ্যাকাউন্টটি সঠিক কিনা জানাতে তরুণ বাবুকে দুই টাকা মোবাইল ওয়ালেটে পাঠিয়ে দেন ওই প্রতারক জানান তরুণবাবু।
এরপর লিঙ্ক পাঠানোর পর তিন দফায় টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। টাকা ফেরত পাওয়ার আসা হারিয়ে এরপরই সাইবার ক্রাইমের দ্বারস্থ হন তরুণ বাবু।