Municipal Election 2022: কোচবিহারের তুফানগঞ্জ পুরসভায় বিরোধীশূন্য করার ডাক তৃণমূলের
Tufanganj Municipality: তুফানগঞ্জ পুরসভায়(Tufanganj Municipality) বিরোধীশূন্য করার ডাক দিল তৃণমূল(Trinamool Congress)। তুফানগঞ্জ শহরজুড়ে পড়েছে ১২-তে ১২ ফ্লেক্স।
শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ: এবার কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জ পুরসভায় (Tufanganj Municipality) বিরোধীশূন্য করার ডাক তৃণমূলের (Trinamool Congress) । শহরজুড়ে লাগানো হচ্ছে বারোতে-বারো ফ্লেক্স। যদিও বিজেপির (BJP) দাবি, লোকসভা ভোট (Lok Sabha Election) এবং বিধানসভা ভোটের (West Bengal Asssembly Election) মতো তৃণমূল ধরাশায়ী হবে। তৃণমূলকে গুরুত্ব দিতে রাজি নয় বামেরাও (Left)।
তুফানগঞ্জ পুরসভায়(Tufanganj Municipality) বিরোধীশূন্য করার ডাক দিল তৃণমূল(Trinamool Congress)। ১২-তে ১২। অর্থাৎ কোচবিহারের (Coochbehar) এই পুরসভায় সবকটি ওয়ার্ডে জয়ের লক্ষ্যে প্রচার শুরু করে দিল শাসক দল। তুফানগঞ্জ শহরজুড়ে পড়েছে ১২-তে ১২ ফ্লেক্স। তুফানগঞ্জের পুর প্রশাসক তথা তৃণমূল নেতা ইন্দ্রজিৎ ধর বলেন, “তুফানগঞ্জে বিজেপি(BJP), সিপিএমকে (CPIM) মুক্ত করব। এবার ১২-তে ১২ হবে। সমস্ত বিরোধী শক্তিকে রায়ডাক ব্রিজে (Raydak Bridge) বিসর্জন দিতে পারব।‘’
২০১৫-র পুরভোটে তুফানগঞ্জের ১২টি ওয়ার্ডের মধ্যে ৯টিতে জয়ী হয় তৃণমূল(Trinamool Congress)। বামেদের (Left)দখলে ছিল ৩টি ওয়ার্ড। কিন্তু, গত লোকসভা ও বিধানসভা ভোটের নিরিখে তুফানগঞ্জের (Tufanganj) সবকটি ওয়ার্ডেই এগিয়ে আছে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের দাবি, লোকসভা-বিধানসভা ভোটের ট্রেন্ড পুরভোটেও বজায় থাকবে। কোচবিহার (Coochbehar) জেলার বিজেপির সম্পাদক উৎপল দাস বলেন, “যারা এখন তৃণমূলের দায়িত্বে আছে তারা বিজেপির কাছে ধুলোর মতো উড়ে যাবে। তৃণমূল লোকসভা, বিধানসভায় জবাব পেয়েছে। পুরভোটে আমাদের আর্শীবাদ করব।‘’
পুরভোটের (Municipal Election 2022) দিনক্ষণ ঘোষণা না হলেও, রায়ডাকের পাড়ের শহরে অল উইনের লক্ষ্যে নেমেছে শাসক দল। যদিও তা গুরুত্ব দিচ্ছে না বিরোধীরা। তৃণমূলের দাবি আমল দিতে রাজি নয় বামেরাও। তুফানগঞ্জের সিপিএম (CPIM) নেতা প্রশান্ত পাল বলেন, “মানুষ বামপন্থীদের সঙ্গেই আছে। আগামী দিন ১২টি ওয়ার্ডে (Ward) মানুষ আমাদের সঙ্গে আছে।‘’
আরও পড়ুন: Narendra Modi: 'আগে আপনি অবসর নিন,'' সৌগতর রাজ্যপালকে সরানোর আবেদনে কৌশলী বার্তা মোদির