Murshidabad News: শুধু আব্বাস নয়, জেলে আরও মগজধোলাই জঙ্গি তারিকুলের ! 'বাংলাদেশ থেকে কাছে..'
Murshidabad JMB Terrorist Update: বহরমপুর জেলে আর কাদের মগজধোলাই খাগড়াগড়ের JMB জঙ্গির?
মুর্শিদাবাদ: শুধু আব্বাস নয়, জেলে আরও মগজধোলাই জঙ্গি তারিকুলের! বহরমপুর জেলে আর কাদের মগজধোলাই খাগড়াগড়ের JMB জঙ্গির?জঙ্গি কার্যকলাপ বাড়াতেই কি বহরমপুর জেলে স্থানান্তরের আবেদন? 'বাংলাদেশ থেকে কাছে, বাড়ির লোকেদের সুবিধের দাবি জানিয়ে আবেদন'। প্রেসিডেন্সি জেল থেকে বহরমপুর জেলে পাঠানোর আবেদন করেছিল তারিকুল। 'কিন্তু, পরিবারের সঙ্গে সাক্ষাৎ নয়, আসল টার্গেট ছিল জঙ্গি-কার্যকলাপ বৃদ্ধি', JMB-র তারিকুলের বক্তব্যে অনেক অসঙ্গতি, দাবি বেঙ্গল STF সূত্রে।
এর আগেও জেল খেটেছিল আল কায়দার শাখা সংগঠন, আনসারুল্লা বাংলার সদস্য আব্বাস আলি। পুলিশ সূত্রে খবর, মহিলা অপহরণ মামলায় মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা আব্বাস বেশ কয়েকবছর জেল খাটে। ২০১৭ সালে জেল হেফাজতে থাকাকালীনই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ থেকে পালায় সে। কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর, জামিনে মুক্ত হয় আব্বাস। হরিহরপাড়ায় বেসরকারি মাদ্রাসা চালানোর পাশাপাশি, আব্বাস আনসারুল্লা বাংলা টিমের স্লিপার সেলে কাজ করত। পুলিশের দাবি, নাশকতামূলক কাজে স্থানীয় যুবকদের ব্যবহার করতে তাদের মগজ ধোলাই করত আব্বাস। এই আব্বাসকেই এবার গ্রেফতার করেছে অসম পুলিশ।
মুর্শিদাবাদে ছোটখাটো স্য়াটেলাইট স্টেশন তৈরি থেকে, বহরমপুরের জেল ভেঙে জঙ্গি ছিনতাই। গোয়েন্দা সূত্রের দাবি, এরকম মারাত্মক সব ছক ছিল গ্রেফতার হওয়া আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিদের। ধৃত ABT জঙ্গি নুর ইসলাম মণ্ডল ট্রেনিং-ও নিয়েছিল কুখ্য়াত শিমুলিয়া মাদ্রাসায়। জঙ্গিদের এই খাগড়াগড়-কানেকশন এক কথায় গোয়েন্দাদের চমকে দিয়েছে। অসম পুলিশের 'অপারেশন প্রঘাতে' গ্রেফতার হয়েছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লা বাংলা টিমের একাধিক জঙ্গি!
এখনও একাধিক জনকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করেছে অসম পুলিশ। এমনকী কেরল থেকে যাকে গ্রেফতার করা হয়েছে, সেই বাংলাদেশি নাগরিক শাদ রাডিরও বাড়ি মুর্শিদাবাদেই। অর্থাৎ উদ্বেগ-আশঙ্কা পশ্চিমবঙ্গেও!এই পরিস্থিতিতে অসমে জঙ্গি প্রশিক্ষণ শিবিরে পৌঁছেছে এবিপি আনন্দ। উঠে আসছে একের পর এক ভয়ঙ্কর তথ্য়। অর্থাৎ খাগডাগড় বিস্ফোরণকাণ্ডে জড়িত জঙ্গি গোষ্ঠী, জামাত উল মুজাহিদিন বাংলাদেশ কিংবা জেএমবির সঙ্গে বর্তমানে বাংলাদেশে অত্য়ন্ত শক্তশালী ও সক্রিয় জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলাদেশ টিমের সম্পর্ক অত্য়ন্ত জোরাল!
সূত্রের খবর, মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি যে আব্বাস আলিকে গ্রেফতার করে অসম পুলিশের STF, সেই আব্বাস যখন পকসো মামলায় বহরমপুর জেলে বন্দি ছিল, সেইসময় জেলে তার সঙ্গে আলাপ হয় খাগড়াগড়কাণ্ডে ধৃত জঙ্গি, সাদিক সুমন ওরফে তারিকুল ইসলামের। আর তখনই সাদিককেই জেল থেকে বের করার ছক কষছিল ABT-র জঙ্গিরা! জেল ভেঙে তাকে মুক্ত করার পরিকল্পনা ছিল তাদের। অসমে মূল প্রশিক্ষণ শিবির তৈরি করলেও, সূত্রের দাবি, ভৌগলিক অবস্থানের সুযোগ নিয়ে বাংলাদেশে জঙ্গিগোষ্ঠী সংখ্য়ালঘু অধ্য়ুষিত জেলা মুর্শিদাবাদে ছোটখাটো 'স্য়াটেলাইট শিবির' তৈরির ছক কষেছিল!