Murshidabad: ভাঙা হল ইন্দিরা গাঁধীর মূর্তি, উত্তপ্ত বহরমপুর
Indira Gandhi: বহরমপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সৈদাবাদের ঘটনা। দেখা যায়, সেখানে ইন্দিরা গাঁধীর একটি আবক্ষ মূর্তি ভেঙে দেওয়া হয়েছে।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁরই মূর্তি ভাঙা হল মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার এলাকায়। যা কিনা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর খাসতালুক বলেই পরিচিত।
কোথায় এমন ঘটনা?
বহরমপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে ভাঙা হয়েছে ইন্দিরা গাঁধীর (Indira Gandhi) আবক্ষ মূর্তি। গতকালের এই ঘটনার পর আজ সকালে প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরী সহ কংগ্রেস নেতারা ঘটনাস্থলে যান। মুখে কালো কাপড় বেঁধে তাঁরা প্রতিবাদে সামিল হন। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মূর্তিভাঙার রাজনীতি করে না তৃণমূল, বললেন ফিরহাদ হাকিম। ইন্দিরা গাঁধীর আবক্ষ মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরে। শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে, মুখে কালো কাপড় বেঁধে, প্রতিবাদে নামলেন কংগ্রেস নেতারা।
বৃহস্পতিবার সকালে, সামনে আসে বহরমপুর (Berhampore) পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সৈদাবাদের ঘটনা। দেখা যায়, সেখানে ইন্দিরা গাঁধীর একটি আবক্ষ মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। মূর্তির মাথার অংশ ভেঙে নীচে পড়ে রয়েছে। শুক্রবার, সেখানেই অধীর চৌধুরীর নেতৃত্বে প্রতীকী অবস্থানে বসে কংগ্রেস। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা।
ক্ষুব্ধ কংগ্রেস:
প্রদেশ কংগ্রেস সভাপতি ও বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, 'বহরমপুর শহর সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকলেও এমন ঘটনা ঘটল কি করে? কারা ঘটাল? তালিবানি প্রথায় শিরচ্ছেদ করা হয়েছে। প্রশাসনের কাছে দোষীদের গ্রেফতারের দাবি।' অধীর চৌধুরী জানিয়েছেন, ওই জায়গায় ফের ইন্দিরা গাঁধীর আবক্ষ মূর্তি স্থাপন করা হবে।
তৃণমূলের বিবৃতি:
ইন্দিরা গাঁধীর মূর্তি ভাঙা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনীতি। অবিলম্বে দোষীদের গ্রেফতারির দাবি তুলেছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূল নেতা ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'যারা করছে তারা অরাজকতা করতে চাইছে। সব মণীষী আমাদের প্রণম্য। মূর্তি ভাঙার রাজনীতির তৃণমূল করে না। বাংলা কৃষ্টি সংস্কৃতিতে মূর্তি ভাঙার রাজনীতি নেই।
আরও পড়ুন: দ্রৌপদী মুর্মুর জন্য সমর্থন চেয়ে বিজেপির দলীয় প্যাডে তৃণমূল সাংসদদের চিঠি সুকান্ত-শুভেন্দুর