Murshidabad: তৃণমূল নেতা ও কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযোগ দলেরই বিরুদ্ধে
TMC: পুলিশের সামনেই চলে তাণ্ডব, বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ।
রাজীব চৌধুরী, ব্রতদীপ ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী, মুর্শিদাবাদ: রাতভর বোমবাজিতে (Bombing) তপ্ত মুর্শিদাবাদের (Murshidabad) সামসেরগঞ্জ। ধুলিয়ান পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা (TMC Leader) ও কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বোমাবাজির অভিযোগ উঠল দলেরই পুর-চেয়ারম্যানের অনুগামীদের বিরুদ্ধে। পুলিশের সামনেই চলে তাণ্ডব, বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ। এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। থমথমে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। তৃণমূলের (TMC) কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
রাতভর বোমবাজিতে তপ্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ (Samserganj)। ধুলিয়ান পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা ও কাউন্সিলরেরবাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দলেরই পুর-চেয়ারম্যানের অনুগামীদের বিরুদ্ধে। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
লাঠি হাতে তাণ্ডব, রাতভর বোমাবাজি । গুলি চলার অভিযোগ ঘিরে তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ধুলিয়ান (Dhulian)। অভিযোগ, সোমবার রাতে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে কংগ্রেস থেকে তৃণমূলে (TMC) যোগ দেওয়া কাউন্সিলর, পারভেজ আলমের ভাইকে মারধর করেন এক যুবক। অভিযুক্ত ওয়াসিম, তৃণমূল (TMC) পরিচালিত ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম ওরফে রাজার অনুগামী বলে পরিচিত।
ওয়াসিমের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় পাল্টা হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূল নেতা ও কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে দফায় দফায় চলে বোমাবাজি! গুলি চালানোরও অভিযোগ ওঠে। রাতেই ঘটনাস্থলে পৌঁছন সামসেরগঞ্জ থানার ওসি ও এসডিপিও।
মুর্শিদাবাদে (Murshidabad) তৃণমূলের 'গোষ্ঠীবিবাদে' বোমাবাজিতুঙ্গে রাজনৈতিক তরজা। কাউন্সিলরের বাড়ির সামনে বোমাবাজি, তাণ্ডবের অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায়, বসানো হয়েছে পুলিশ পিকেট।