Murshidabad: হেরোইন সহ দুই যুবককে গ্রেফতার করল সামসেরগঞ্জ থানার পুলিশ
Murshidabad: সোমবার রাতে সামসেরগঞ্জ থানার পাকুর রোড সংলগ্ন একটি বেসরকারি লজ থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মৃনাল নাথ(৩১) ও নিরোজ কুমার(১৯)।
![Murshidabad: হেরোইন সহ দুই যুবককে গ্রেফতার করল সামসেরগঞ্জ থানার পুলিশ musshidabad samserganj Police arrested two youths with 548 grams of heroin Murshidabad: হেরোইন সহ দুই যুবককে গ্রেফতার করল সামসেরগঞ্জ থানার পুলিশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/08/165e693f13d1d5002862cb1a0d62e703_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজীব চৌধুরী, সামসেরগঞ্জ (মূর্শিদাবাদ): ৫৪৬ গ্রাম হেরোইন সহ দুই যুবককে গ্রেফতার করল সামসেরগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে সামসেরগঞ্জ থানার পাকুর রোড সংলগ্ন একটি বেসরকারি লজ থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মৃনাল নাথ(৩১) ও নিরোজ কুমার(১৯)। মৃণালের বাড়ি জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি এবং নিরোজ কুমারের বাড়ি নাগাল্যান্ডের ডিমাপুর জেলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধারকৃত হেরোইন গুলোর বাজার মূল্য আনুমানিক সাত লক্ষ টাকা। ধৃতদের বহরমপুর আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
গত মাসে অন্য একটি ঘটনায় অ্যাম্বুলেন্সে করে পাচার হচ্ছিল হেরোইন। তল্লাশি চালিয়ে দুই পাচারকারীকে গ্রেফতার করেছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ অভিযান চালায়। সন্দেহ হওয়ায় আটক করা হয় অ্যাম্বুলেন্স। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০ গ্রাম হেরোইন। পুলিশের দাবি, মুর্শিদাবাদ থেকে মাদক এনে পাচার করা হচ্ছিল। কোথায় পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
ভোটের মুখে কলকাতা থেকে উদ্ধার করা হয়েছিল প্রায় ৩৫ কোটি টাকার মাদক। ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ। বাজেয়াপ্ত করা হয়েছে পাচারকারীদের মোটরবাইক।
গোপন সূত্রে খবর পেয়ে তপসিয়ার ৪ নম্বর ব্রিজ এলাকায় অভিযান চালায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ৭ কেজি হেরোইন। যার বাজারমূল্য প্রায় ৩৫ কোটি টাকা। গ্রেফতার করা হয় এন্টালি ও বেনিয়াপুকুর এলাকার বাসিন্দা দুই পাচারকারীকে। কোথা থেকে মাদক আনা হয়েছিল, কোথায় পাঠানো হচ্ছিল খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে, গত ২ মার্চ, পূর্ব বর্ধমানের মেমারি থেকে ২৫ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ। এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গাড়িতে করে মাদক নিয়ে আসা হচ্ছে, গোপন সূত্রে এই খবর পেয়ে রসুলপুর বাজারে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ। তল্লাশিতে মেলে প্রায় ৫ কেজি হেরোইন। যার বাজারমূল্য আনুমানিক ২৫ কোটি টাকা। ধৃত সুনীল হাওলাদার আউশগ্রামের বাসিন্দা। নেপথ্যে বড়সড় মাদক পাচার চক্র রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)