Nadia News: অসুস্থ ভাইকে হাসপাতালে দেখতে এসে নিরাপত্তারক্ষীদের হাতে মার খেলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট !
Kalyani Gandhi Memorial Hospital : খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর দুই নিরপত্তারক্ষীকে আটক করা হয়।
সুজিত মণ্ডল, কল্যাণী : হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে এসে নিরাপত্তারক্ষীদের হাতে প্রহৃত হলেন বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ! এমনই অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। Kalyani Gandhi Memorial Hospital
গতকাল রাতে নদিয়ার বেতাই থেকে উকিল বালা নামে এক যুবক চিকিৎসার জন্য ভর্তি হন গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। আজ সকালে পরিবারের সদস্যরা তাঁকে দেখতে আসেন। অভিযোগ, অসুস্থ যুবকের ভাই খাবার নিয়ে ঢুকতে গেলে তাঁকে বাধা দেন হাসপাতালের নিরাপত্তারক্ষী। এরপর তাঁরা বচসায় জড়িয়ে পড়েন। ভাইকে ঠেকাতে এগিয়ে আসেন সুশান্ত কুমার বালা (ডেপুটি ম্যাজিস্ট্রেট)। সেইসময় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর দুই নিরপত্তারক্ষীকে আটক করা হয়।
সুশান্ত কুমার বালা বলেন, 'আমার ভাই ভর্তি আছে। সেখানে এসেছি। এসে আমার এই অবস্থা। যারা আমাকে মেরেছে আমি তাদের চিনি না। সম্ভবত হাসপাতালের স্টাফ। খাবার নিয়ে যাওয়ার সময় আমার ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডা কিছু একটা হচ্ছিল। আমি ওকে সেফ করতে গিয়েছিলাম। তখন আমার এই অবস্থা করে।'
এদিকে হাসপাতালে সুপার বলেন, 'কোনও একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট বাড়ির লোক হিসাবে এসেছিলেন। তাঁর আরও দুই-তিনজন ভাই ছিলেন। উনি এসেছিলেন ভিজিটিং আওয়ার্সের বাইরে। এখানে যাঁরা অনডিউটি সিকিউরিটি স্টাফ রয়েছেন এঁরা সবাই সেনার প্রাক্তন লোক। এঁদের নির্দেশ দেওয়া ছিল, নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া দুই জনের বেশি কাউকে অনুমতি দেওয়া হবে না। ওঁরা ওঁদের কাজ করতে গিয়েছেন। সিকিউরিটি গার্ডদের সঙ্গে ডেপুটি ম্যাজিস্ট্রেটের প্রথমে একটু কথা কাটাকাটির পর একটু গায়ে হাত দিয়েছে বা কলার ধরেছে। বা তাঁকে টেনে বাইরে বের করে গায়ে বোধহয় একটু হাত দিয়েছে। উত্তেজিত হয়ে সিকিউরিটি স্টাফরা মিলে তাঁকে ধরেছে, তারপর দুই পক্ষের হাতহাতি যা হয়...। আমার স্টাফরা যুক্ত ছিলেন না। ঘটনাটা ঘটেছে সিকিউরিটি স্টাফে সঙ্গে রোগী পক্ষের।'
এদিকে নদিয়ার রানাঘাটে জোড়া খুনের ঘটনায় নিহত ব্যবসায়ী সুমন চক্রবর্তীর পারিবারিক বন্ধুকে গ্রেফতার করল পুলিশ। পুরনো আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্যার জেরেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। ধৃতের ৭ দিনে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে রানাঘাট মহকুমা আদালত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।