Nadia: জ্বালানির দামবৃদ্ধিতে সাইকেলে যাতায়াত তাহেরপুর পৌরসভার চেয়ারম্যানের, কটাক্ষ তৃণমূলের
Nadia News: পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছিল আগেই। এবার লিটার পিছু সেঞ্চুরি করল ডিজেলও। এই পরিস্থিতিতে সাইকেলে যাতায়াত করছেন নদিয়ার তাহেরপুর পৌরসভার চেয়ারম্যান উত্তমানন্দ দাস।
![Nadia: জ্বালানির দামবৃদ্ধিতে সাইকেলে যাতায়াত তাহেরপুর পৌরসভার চেয়ারম্যানের, কটাক্ষ তৃণমূলের Nadia: fuel price hike Taherpur municipality chairman rides bicycle instead of car Nadia: জ্বালানির দামবৃদ্ধিতে সাইকেলে যাতায়াত তাহেরপুর পৌরসভার চেয়ারম্যানের, কটাক্ষ তৃণমূলের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/05/22ac7522baaac6106815d4ccd02ba3dd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুজিত মণ্ডল, নদিয়া: ক্রমেই বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম (fuel price hike)। হিমশিম সাধারণ নাগরিক। ফলে এবার চার চাকার পরিবর্তে সাইকেলে যাতায়াত করছেন নদিয়ার (Nadia) তাহেরপুর পৌরসভার চেয়ারম্যান। আর তাতে 'লোক দেখানো, নাটক' বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।
পেট্রোপণ্যের দামবৃদ্ধি, সাইকেলে যাতায়াত পৌরসভার চেয়ারম্যানের
সাইকেলে যাতায়াত করছেন নদিয়ার তাহেরপুর পৌরসভার চেয়ারম্যান।
পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছিল আগেই। এবার লিটার পিছু সেঞ্চুরি করল ডিজেলও। এই পরিস্থিতিতে পৌরসভার কোষাগারে সামান্য হলেও অর্থ খরচ বাঁচাতে সাইকেলে যাতায়াত করছেন নদিয়ার তাহেরপুর পৌরসভার চেয়ারম্যান উত্তমানন্দ দাস। বাড়ি থেকে পৌরসভা ভবন হোক কিংবা শহরের মধ্যে যে কোনও প্রান্তে। সাইকেল চালিয়েই যাতায়াত করতে দেখা যাচ্ছে রাজ্যের একমাত্র সিপিএম পরিচালিত এই পৌরসভার চেয়ারম্যানকে। শুধু চেয়ারম্যানই নন, তার সঙ্গে দেহরক্ষীও সাইকেলে যাতায়াত করছেন।
তৃণমূলের পাল্টা কটাক্ষ
যদিও চেয়ারম্যানের এই সিদ্ধান্তকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। সদ্য হয়ে যাওয়া পুরসভা নির্বাচনের ফল প্রকাশের পর পুনরায় বামেরা তাহেরপুর পৌরসভা নিজেদের দখলে রেখেছে। ১৩টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডে সিপিএম প্রার্থী ও বাকি ৫টিতে তৃণমূল জয়লাভ করে। এরপর গত ১৭ মার্চ সংখ্যা গরিষ্ঠতার নিরিখে তাহেরপুর পৌরসভার বোর্ড গঠন করেন বামেরা।
চেয়ারম্যান উত্তমানন্দ দাস বলেন, 'আমি তাহেরপুরের ভূমিপুত্র। পেশায় চিত্রশিল্পী। তাই বরাবরই সাইকেল নিয়ে যাতায়াত করি। তাছাড়া বর্তমানে যেভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হয়েছে, তাতে কিছুটা হলেও পৌরসভার কোষাগারের অর্থ বাঁচাতে চার চাকার পরিবর্তে, আমি সাইকেলে যাতায়াত করছি। তবে দূরবর্তী জায়গায় যাতায়াতের ক্ষেত্রে বাধ্য হয়ে চারচাকা গাড়ি ব্যবহার করতে হয়।'
আরও পড়ুন: Hooghly News: ভিডিও কলে ওঁত পেতে বিপদ, সচেতন করতে ইউটিউব চ্যানেল পুলিশের
অন্যদিকে তাহেরপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ ঘোষ বলেন, 'রাজ্যের মধ্যে শুধুমাত্র তাহেরপুর পৌরসভা বামেরা পেয়েছে। তাই কিছু একটা করতে হবে, সেই জন্য সাইকেলে যাতায়াত করে চেয়ারম্যান মানুষের সামনে নাটক করছেন। সামান্য পেট্রোলের মূল্য বাঁচিয়ে প্রকৃত অর্থে মানুষের কোনও উপকার হচ্ছে না। নাটক বন্ধ করে মানুষের জন্য কাজ করুন।'
পেট্রোলের পর এবার রাজ্যের ৬ জেলায় ১০০ পার করল ডিজেল। এই জেলাগুলি হল, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, মুর্শিদাবাদ, নদিয়া ও পুরুলিয়া।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)