Nadia News: জেলে বন্দি স্বামী, পেঁয়াজের খোসার আড়ালে সিম কার্ড পৌঁছতে গেলেন কয়েদির স্ত্রী !
Krishnanagar Jail Incident: কৃষ্ণনগরের জেলে বসেই কারবার চালানোর লক্ষ্যে স্বামীকে সিম কার্ড সরবরাহ করতে গিয়েছিল স্ত্রী..

প্রদ্যোৎ সরকার, নদিয়া: না কোনও বলিউডি ছবি নয়, বাংলার মাটিতেই অভিনব পাচার ! যদিও শেষ রক্ষা হল না। পেঁয়াজের খোসার আড়ালে জেলখানায় সিম কার্ড সরবরাহ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল কয়েদির স্ত্রী।
মাদক পাচারের অভিযোগে জেলখানায় বন্দি স্বামী। জেলে বসেই সেই কারবার চালানোর লক্ষ্যে তাকে সিম কার্ড সরবরাহ করতে গিয়েছিল স্ত্রী। বাড়ি থেকে আনা খাবারের সঙ্গে দেওয়া পেঁয়াজের খোসার ভিতরে সিম কার্ড ভরে স্বামীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল সে। কিন্তু শেষ রক্ষা হল না। তার আগেই ধরা পরে গেলেন কারা রক্ষীদের কাছে, উদ্ধার হয়েছে ১৩ টি সিম কার্ড। গতকাল ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার নাম শরমিনা বিবি, তার বাড়ি মুর্শিদাবাদের কুমারপুরে। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে তার স্বামী মনিরুল সেখ মাদক পাচার করতে গিয়ে সিআইডির হাতে ধরা পড়ে। এরপর থেকেই কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে বন্দি আছে সে। গতকাল তার স্ত্রী তার সাথে দেখা করতে যান । এর পাশাপাশি বাড়ি থেকে আনা খাবার তার কাছে পৌঁছে দেওয়ার জন্য জেল খানার কর্মীর হাতে তুলে দেন তিনি।
এরপরেই খাবার পরীক্ষা করতে গিয়ে চক্ষু চড়কগাছ কারারক্ষীদের। দেখা যায় পেঁয়াজের খোসার ভিতরে লুকিয়ে রাখা আছে সিম কার্ড। ১৩ টি সিম কার্ড উদ্ধার হয়। আটক করা হয় ওই মহিলাকে। এরপর কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এই ঘটনার আগেও পাচারের ক্ষেত্রে একাধিক অভিনব পদ্ধতি নিতে দেখা গিয়েছে পাচারকারীদের। তবে শেষ রক্ষা হয়নি। এর আগে ভিনরাজ্যের মাদক পাচারের জন্য মাছের পেটিকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু সেই অভিনব পদ্ধতিও মুখ থুবড়ে পড়েছে। শেষ অবধি পর্দাফাঁস করেছে পুলিশ।
আমের পেটির ভিতরে মদ পাচারের ঘটনা ঘটেছিল মালদায় ! পেটি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। গোপন সূত্রের খবর, এর মাধ্যমে এক বড়সড় মাদক চোরাচালানকারীর হদিশ পেল পুলিশ। যেখানে আমের পেটিতে করে পাচার করা হচ্ছিল মদ। গাজোল থেকে সেই মদগুলি পাচার করা হচ্ছিল বিহারের পথে। গ্রেফতার করা হয় চারজনকে। যার মধ্যে একজন গাজোলের বাসিন্দা। অন্যদিকে তিনজন বিহারের বাসিন্দা। আটক করা হয়েছে একটি বোলেরো পিকআপ গাড়ি।
আরও পড়ুন, তাপপ্রবাহের পরিস্থিতির মাঝেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস ! 'ঈদে' কেমন থাকবে আবহাওয়া ?






















