Nadia News: বন্ধ রেলগেটের সামনে যানজটের ভোগান্তি, ওভারব্রিজের দাবিতে সরব স্থানীয়রা
Nadia News Update: ব্যস্ত রেলপথকে (Railway) আড়াআড়ি ক্রস করে চলে গিয়েছে সড়কপথ (Roads)। দিনে যতবার ট্রেন আর মালগাড়ি যায়, ততবার পড়ে রেলগেট। নদিয়ার কল্যণী (Nadia, Kalyani) শহরের এ হল চেনা ছবি।
সুজিত মণ্ডল, কল্যাণী: বন্ধ রেলগেটের সামনে ঠায় দাঁড়িয়ে থেকে আর কতদিন যানজটের ভোগান্তি পোহাতে হবে? পুরভোট জল্পনার মধ্যে নদিয়ার কল্যাণীতে (Kalyani) ফের মাথাচাড়া দিচ্ছে এই প্রশ্ন। রেললাইনের (Rail Gate) ওপর দিয়ে এখনও কেন তৈরি হল না ওভারব্রিজ (Over Bridge)? তা নিয়ে রাজনীতিকদের মধ্যে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি।
ব্যস্ত রেলপথকে (Railway) আড়াআড়ি ক্রস করে চলে গিয়েছে সড়কপথ (Roads)। দিনে যতবার ট্রেন আর মালগাড়ি যায়, ততবার পড়ে রেলগেট। যার জেরে ঠায় দাঁড়িয়ে থাকতে হয় বাস, লরি এবং অন্যান্য যানবাহনকে। এভাবেই বাড়ি থেকে বেরিয়ে নিত্যদিন ভোগান্তি পোহাতে হয় অসংখ্য মানুষকে। নদিয়ার কল্যণী (Nadia, Kalyani) শহরের এ হল চেনা ছবি।
বাসচালক শ্যামল দাসের কথায়, “দ্রুত AIIMS বা কল্যাণী মেডিকেল কলেজ সহ একাধিক জায়গায় যেতে গেলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এই রেলগেটে।’’ কল্যাণী শহরকে ৩৪ নম্বর জাতীয় সড়কের সঙ্গে জুড়েছে যে রাস্তা, তার বুক চিরে চলে গিয়েছে শিয়ালদা-রানাঘাট শাখার রেললাইন। প্রতিদিন আপ-ডাউনে শতাধিক ট্রেন এই রুটে চলাচল করে। তার জেরে প্রায়ই বন্ধ করতে হয় কল্যাণী স্টেশন লাগোয়া ৪২ নম্বর রেলগেট। আর রেলগেট দীর্ঘক্ষণ বন্ধ থাকলেই গাড়ির ভিড়ে অবরুদ্ধ হয়ে পড়ে কল্যাণী শহর।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, যানজট কাটাতে রেললাইনের ওপর দিয়ে ওভারব্রিজ তৈরি করা হোক। পুরভোট জল্পনার মধ্যে সেই প্রসঙ্গ উঠেছে আবার। তা নিয়ে রাজনীতিকদের মধ্যে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, রেলগেটের ওপর দিয়ে ওভারব্রিজ করানোর জন্য রেলকর্তৃপক্ষ প্রস্তুত। কিন্তু রাজ্য সরকারের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেই ওভার ব্রিজ হয়নি। অনেকগুলো পাস অনুমোদন হয়ে আছে, কাজ থেমে আছে।
কল্যাণী পুরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা তাপস মণ্ডল বলেন, “রেলকে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। রেলমন্ত্রক সদর্থক ভূমিকা পালন করুক। পিডব্লুডি-কে একাধিকবার জানানো হয়েছে। আবার জানানো হবে।’’ কল্যাণী শহরে রয়েছে বিশ্ববিদ্যালয়, কৃষি গবেষণা কেন্দ্র, এইমসের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিশেষ করে যে রাস্তায় রেলগেট পড়ে, তার ধারেই গড়ে উঠছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা এইমস্। সাধারণ মানুষের দাবি, রোগী নিয়ে যাতায়াতের পথকে যানজট মুক্ত করা হোক। দ্রুত গড়ে উঠুক ওভারব্রিজ।
আরও পড়ুন: Bank Strike: বেসরকারিকরণের প্রতিবাদ, কাল-পরশু দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত-বেসরকারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক