Bank Strike: বেসরকারিকরণের প্রতিবাদ, কাল-পরশু দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত-বেসরকারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক
Bank Strike Update: দেশে ১৬ ও ১৭ ডিসেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক কর্মী সংগঠনের। বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। হাসপাতাল (Hospital) চত্বর ছাড়া বন্ধ থাকবে ATM-ও।
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: কেন্দ্রীয় নীতির প্রতিবাদে ১৬ ও ১৭ ডিসেম্বর ধর্মঘটের ডাক দিলে ব্যাঙ্ক কর্মীদের সংগঠন। তাদের দাবি, শুধু সরকারি ও বেসরকারি ব্যাঙ্কই নয়, বন্ধ (Bank Close) থাকবে এটিএম-ও (ATM)। শুধু হাসপাতাল (Hospital) সংলগ্ন এলাকায় এটিএম-কে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে।
দেশে ১৬ ও ১৭ ডিসেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের ডাক কর্মী সংগঠনের। বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। হাসপাতাল চত্বর ছাড়া বন্ধ থাকবে ATM-ও। দেশব্যপী এই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। এতে যুক্ত ৯টি ব্যাঙ্ক কর্মী সংগঠন। কেন ধর্মঘটের ডাক? সংগঠনের অভিযোগ, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। তার জন্য ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল আনতে চলেছে সংসদে। এরই প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের (United Forum of Bank Unions) আহ্বায়ক গৌতম নিয়োগী বলেন, আমাদের আশঙ্কা ভবিষ্য়তে আরও ব্যাঙ্ক বেসরকারিকরণের পথে হাঁটবে। এতে সার্বভৌমত্ব নষ্ট হবে। সর্ব শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্থ হবে। আমাদের সিদ্ধান্ত বহাল, ১৬ এবং ১৭ ডিসেম্বর ব্যাঙ্ক বন্ধই থাকবে। ১৬ ও ১৭ ডিসেম্বর, অর্থাত্, বৃহস্পতি ও শুক্রবার শুধু সরকারি ও বেসরকারি ব্যাঙ্কই নয়, বন্ধ থাকবে সমবায় ও গ্রামীণ ব্যাঙ্কের সব শাখাও। এমনটাই দাবি সংগঠনের। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের (All India Bank Officers Confederation) রাজ্য সম্পাদক সঞ্জয় দাস বলেন, ব্যাঙ্ক প্রাইভেটাইজেশন এবং সংযুক্তিকরণের বিরুদ্ধে আমাদের এই ধর্মঘট। ১৬ এবং ১৭ ডিসেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে। বন্ধ থাকবে এটিএমও। ধর্মঘটের সমর্থনে বুধবার সন্ধেয় স্ট্র্যান্ড রোডে মিছিল করেন সংগঠনের সদস্যরা। সংগঠনের দাবি, কেন্দ্র যদি নীতি না বদল করে তাহলে আগামীদিনে আরও বড় আন্দোলনে নামবে তারা।
আরও পড়ুন: Bankura Updates: ফুল-মিষ্টি নিয়ে সিপিএম-এর দুয়ারে বিজেপি, লাল-গেরুয়া সংযোগ ঘিরে জল্পনা