Nadia: ক্লাসেই ধূমপান করতে চাপ, বিবস্ত্র করে হেনস্থা! স্কুলে ফের র্যাগিংয়ের অভিযোগে বহিষ্কার ৫ ছাত্র
স্কুলের শৌচাগারে নিয়ে গিয়ে বুকে বন্দুক ঠেকিয়ে হুমকির অভিযোগ। ক্লাসেই ধূমপান করতে চাপ, বিবস্ত্র করে হেনস্থারও অভিযোগ।
![Nadia: ক্লাসেই ধূমপান করতে চাপ, বিবস্ত্র করে হেনস্থা! স্কুলে ফের র্যাগিংয়ের অভিযোগে বহিষ্কার ৫ ছাত্র Nadia school ragging 5 accused student suspended Nadia: ক্লাসেই ধূমপান করতে চাপ, বিবস্ত্র করে হেনস্থা! স্কুলে ফের র্যাগিংয়ের অভিযোগে বহিষ্কার ৫ ছাত্র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/09/15058e3491760cc755ce594e8ce058ba1694201914327176_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নদিয়া: নদিয়ার (Nadia) স্কুলে র্যাগিংয়ের অভিযোগ, ৫ ছাত্রকে বহিষ্কার। শিক্ষক দিবসে স্কুলেই নীচু ক্লাসের ছাত্রকে হুমকির অভিযোগ। স্কুলের শৌচাগারে নিয়ে গিয়ে বুকে বন্দুক ঠেকিয়ে হুমকির অভিযোগ। ক্লাসেই ধূমপান করতে চাপ, বিবস্ত্র করে হেনস্থারও অভিযোগ। প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ, ৫ ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষের।
ব়্যাগিং-এর একেরপর এক অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুনের ঘটনা কার্যত তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্যে। তারপরেই প্রকাশ্যে আসে একাধিক ব়্যাগিং-এর খবর। এই তোলপাড়ের মধ্যেই র্যাগিংয়ের অভিযোগ ওঠে উত্তর ২৪ পরগনার অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ে। প্রথম বর্ষের ছাত্রকে ইউনিয়ন রুমের মধ্যে র্যাগিং করা হয় বলে অভিযোগ উঠেছিল টিএমসিপপি-র বিরুদ্ধে। অশোকনগর থানায় (Ashoknagar Police Station) অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ অস্বীকার করে তৃণমূল।
অন্যদিকে বিহারের পড়তে গিয়ে হুগলির বৈদ্য়বাটির বাসিন্দা ছাত্রের রহস্য়মৃত্য়ুর তদন্তে গড়িমসির অভিযোগও উঠেছিল এই প্রেক্ষাপটেই। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়া মৃত্য়ুর ঘটনায় তোলপাড়ের আবহেই তদন্তের দাবিতে সরব হয়েছিলেন মৃত ছাত্রের পরিবার। ছেলেকে খুন করার অভিযোগ তোলে মৃত ছাত্রের পরিবার।
কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অধীনস্থ বালিগঞ্জ সায়েন্স কলেজ ঘিরেও একাধিক অভিযোগ সামনে আসে। মুখ খোলেন সদ্য প্রাক্তন এক পড়ুয়া। তাঁর দাবি ছিল, চার বছর ধরে লাগাতার তাঁর ওপর নির্যাতন হয়েছে। কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। যদিও, এই অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। তারপর একে পদক্ষেপ করা শুরু হয়। প্রকাশ্যে আসে বহু অথ্য। এই একই সারিতে উঠে এসেছিল খড়গপুরের আইআইটির নামও। খড়গপুর IIT, দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান। যাদবপুরকাণ্ডের আবহে, সেই IIT-র হস্টেলে এক মেধাবী ছাত্রের মৃত্য়ু-রহস্য় ঘিরে, তোলপাড় পড়ে যায় গোটা দেশে। IIT কর্তৃপক্ষ শুরুতে আত্মহত্য়ার তত্ত্ব খাড়া করলেও, দ্বিতীয় ময়নাতদন্তের পর্যবেক্ষণে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, এটা খুন। হাইকোর্টের নির্দেশে তার তদন্ত চালাচ্ছে সিট।
আরও পড়ুন: Dhupguri Bypoll : হাতছাড়া ধূপগুড়ি, শক্তঘাঁটি উত্তরবঙ্গেও কি তাহলে আলগা হচ্ছে গেরুয়া শিবিরের রাশ ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)