Nadia Shantipur By-poll: শান্তিপুরে প্রচার শুরু তৃণমূল, সিপিএমের, বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বে জগন্নাথ সরকার
পুজোর মুরশুমেই রাজ্যে ফের ভোট। উপনির্বাচন হবে, নদিয়ার শান্তিপুর-সহ চার কেন্দ্রে। তৃণমূল ও সিপিএম প্রার্থী ঘোষণা করলেও, এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি।
সুজিত মণ্ডল, নদিয়া: তৃণমূল ও সিপিএম প্রার্থী ঘোষণা করলেও, শান্তিপুরে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। এই পরিস্থিতিতে, প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল ও সিপিএম। বিজেপি এই বিধানসভার নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে
পুজোর মুরশুমেই রাজ্যে ফের ভোট। উপনির্বাচন হবে, নদিয়ার শান্তিপুর-সহ চার কেন্দ্রে। তৃণমূল ও সিপিএম প্রার্থী ঘোষণা করলেও, এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি।শান্তিপুরে প্রচার শুরু করে দিয়েছে, তৃণমূল ও সিপিএম। প্রার্থীকে সঙ্গে নিয়ে জনসংযোগ, কর্মিসভা...সম্মেলন করছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
মহুয়া মৈত্র বলেছেন, যেহেতু পুজো রয়েছে, তাই অল্প সময় হাতে পাওয়া যাবে। তার মধ্যেই এই নির্বাচনটা করতে হবে। সেই মতো দলের কর্মীদেরকে নিয়ে এদিন বৈঠক করেছি।
২১’র বিধানসভা নির্বাচনে শান্তিপুর কেন্দ্রে প্রায় ১৬ হাজার ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী তথা রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার।কিন্তু, তিনি বিধায়কপদ থেকে ইস্তফা দেওয়ায় ফের এই কেন্দ্রে উপনির্বাচন হবে। আর, এই বিধানসভার নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকেই!
জগন্নাথ সরকার বলেছেন, আমাদের কাছে প্রার্থী বড় বিষয় নয়। শান্তিপুরের মানুষ শান্তি বজায় রাখতে বিজেপিকে ভোট দেবে। আমাদের প্রার্থীর নাম ঘোষণা হলে, আমরাও নির্বাচনী কৌশল অবলম্বন করে প্রচারে নামবো।
পিছিয়ে নেই সিপিএম। সোমবারই প্রার্থী ঘোষণা হয়েছে। নাম ঘোষণার পরই প্রচারে নেমে পড়েছেন সিপিএম প্রার্থী সৌমেন মাহাতো। মানুষের সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী সিপিএম প্রার্থী।
উৎসবের আমেজের মধ্যেই, শান্তিপুরের উপনির্বাচন ঘিরে চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ।