West Bengal Live Blog: বারাসাত থেকে নৈহাটি, আলোর উৎসবে সামিল হতে তৈরি গোটা রাজ্য, দীপোৎসবের আয়োজন অযোধ্যাতেও!
West Bengal Live News Update: জেলা থেকে শহর, আলোর উৎসবে সামিল হতে তৈরি গোটা রাজ্য
LIVE

Background
কলকাতা: এবার দিল্লিতে বাংলার পরিযায়ী শ্রমিকের পরিবারকে মারধরের অভিযোগ। সাংঘাতিক সন্ত্রাস! ভিডিও পোস্ট করে অভিযোগ মুখ্যমন্ত্রীর। চাঁচলের শ্রমিকের পরিবারের শিশু ও তার মাকে মারধরের অভিযোগ
দিল্লি পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ মুখ্যমন্ত্রীর। 'বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে শিশুরও পরিত্রাণ নেই!' দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে? পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা, প্রতিবাদের ডাক কল্যাণের। 'সারা দেশে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে', শ্রীরামপুরের শ্রমিকদের নাগপুরে অত্যাচারের অভিযোগ তৃণমূল সাংসদের। 'বাঙালিরা ভিন রাজ্যে কাজে গেলে কাগজ চাইছে। সরকার ও পুলিশকে কে এই ক্ষমতা দিয়েছে? দেশজুড়ে পুলিশি-রাজত্ব চলছে, প্রতিবাদ করুন'।
ভুয়ো ভোটারের অভিযোগে ফের সরব শুভেন্দু অধিকারী। বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গামুক্ত ভোটার তালিকা চাই, ফের দাবি শুভেন্দুর। বিডিও, বিএলও-দের বিরুদ্ধেও হুঙ্কার শুভেন্দুর । 'বিহারে বহু বিএলও, বিডিও-র বিরুদ্ধে এফআইআর হয়েছে, এ রাজ্যেও তালিকা সংগ্রহ চলছে' , হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে নরেন্দ্র মোদিকে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীকে পুশব্যাক করে দেব-দেবীর কাছে পাঠিয়ে দেওয়া উচিত, আক্রমণ তৃণমূল সাংসদের।
নবান্ন অভিযানের ডাক দেওয়া আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ। কাল নবান্ন অভিযানে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্য মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে । আদালতের নির্দেশের কথা বলে ভয় দেখাচ্ছে পুলিশ, অভিযোগ আন্দোলনকারীদের। ভয় দেখালেও নবান্ন অভিযান হবেই, হুঁশিয়ারি আন্দোলনকারীদের। এমন কোনও অভিযোগের বিষয়ে জানা নেই, পুলিশ সূত্রে দাবি । এই বিষয়ে কোনও কেন্দ্রীয় নির্দেশিকা দেওয়া হয়নি, পুলিশ সূত্রে দাবি । নবান্ন অভিযান আটকাতে হাইকোর্টে গেছিল মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি। পুলিশের অনুমতি না থাকায় কোনও জমায়েত করা যাবে না, নির্দেশ হাইকোর্টের। একাধিকবার আবেদন জানালেও মিছিলের অনুমতি দেয়নি পুলিশ।
দীপাবলী উপলক্ষে সেজে উঠছে অযোধ্যা। আজ অযোধ্যায় দীপোৎসব। জ্বালানো হবে ২৬ লক্ষেরও বেশি প্রদীপ। যোগ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
টাকা নিচ্ছেন গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘোড়ুই! পোস্ট বিজেপির। ২ তৃণমূল নেতার থেকে বিধায়কের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল। একটি ঘরে টাকা দিচ্ছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল
পাশে বসে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনুপ চট্টোপাধ্যায়। টাকা দিচ্ছেন গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘোড়ুইকে। কীসের টাকা, কেন লেনদেন, ছবি দিয়ে পোস্ট বিজেপি নেতা রমণ শর্মার । লোকসভা ভোটের আগের পুরনো ভিডিও, দাবি তৃণমূল বিধায়কের । 'লোকসভা ভোটের সময় অনেক মিছিল-মিটিং-এর টাকা দিতে হয়'। বাসের টাকা, চেয়ার-টেবিল ভাড়ার টাকা দেওয়ার ভিডিও, দাবি নেপালের। দলেরই কেউ বিজেপিকে দিয়ে চক্রান্ত করেছে, দাবি অনুপ চট্টোপাধ্যায়ের । পুরনো ভিডিও, দলের নেতৃত্বকে জানিয়েছি, প্রতিক্রিয়া তৃণমূল ব্লক সভাপতির।
Kali Puja 2025: শক্তির আরাধনা
আজ কালী পুজো। শক্তির আরাধনা। কামাখ্যা থেকে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, নলাটেশ্বরী, করুণাময়ী কালী বাড়িতে ভক্তদের ঢল।
TMC News: ভোটের আগে জনসংযোগ ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী উদযাপন করছে তৃণমূল কংগ্রেস
ভোটের আগে জনসংযোগ ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী উদযাপন করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু, সেই মঞ্চেই বারবার প্রকাশ্যে আসছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। কোথাও হুমকি, কোথাও হুঁশিয়ারি, কোথাও আবার দলেরই নেতাদের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তৃণমূলেরই নেতারা। তৃণমূলের এই গোষ্ঠীকোন্দলকে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।






















