Newtown Security: নিউটাউনে নিরাপত্তা সেই ঢিলেঢালাই, বড় রাস্তায় নাকা চেকিং, উল্টোদিকের 'ঘটনাস্থল' রয়েছে অন্ধকারেই
Kolkata News: নিউটাউনের ঘটনায় একজনকে গ্রেফতার করলেও, একাধিক জায়গায় ধোঁয়াশা থেকেই যাচ্ছে। নাবালিকাকে নিয়ে গভীর রাতে এতক্ষণ ধরে টোটোয় ঘোরানো হল, অথচ কারও কোনও সন্দেহ হল না?

ছাত্রীকে ধর্ষণ-খুনের পরেও নিউটাউনের নিরাপত্তার ছবি ঢিলেঢালাই। একদিকে বড় রাস্তায় চলছে নাকা চেকিং, উল্টোদিকে ঘটনাস্থল পড়ে রয়েছে অন্ধকারে। প্রশ্ন উঠছে, ঘটনার রাতে বড় রাস্তায় এই নাকা চেকিং চলছিল কি? চেকিং চললে কীভাবে নির্জন এলাকায় ছাত্রীকে নিয়ে এল টোটো চালক? নিউটাউনের বাড়ি থেকে কেষ্টপুরের দূরত্ব অনেকটাই, এই পথ কি একাই গিয়েছিল নাবালিকা? একা টোটো চালক, না আরও কেউ জড়িত ধর্ষণ-খুনের সঙ্গে? এর আগেও মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে পালিয়েছিল অষ্টম শ্রেণির ছাত্রী। পাশেই প্রতিবেশীর বাড়িতে তার খোঁজ মিলেছিল। এবার কিশোরীর দেহ উদ্ধারের পর রহস্যজনকভাবে উধাও প্রতিবেশী পরিবার।
নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ ও খুনে একাধিক সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এক টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে দাবি, জেরায় অপরাধের কথা স্বীকার করেছে ধৃত টোটো চালক সৌমিত্র রায়। পকসো আইনে মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, নিউটাউন থেকে হেঁটে কেষ্টপুর আসার পর ফের নিউটাউনে বাড়ির উদ্দেশে রওনা দেয় কিশোরী। জগৎপুর এলাকা থেকে ধৃত সৌমিত্র রায়ের টোটোয় ওঠে সে। পুলিশ সূত্রে খবর, সেই সময় টোটোয় আরও কয়েকজন যাত্রী ছিলেন। বেশ কিছু রাস্তায় ঘোরানোর পর মৃধা মার্কেট ব্রিজ পেরিয়ে তারুলিয়া ঝিলপাড় ও নিউটাউন বাস স্ট্যান্ড হয়ে সিটি স্কোয়ার ব্রিজের নীচ থেকে NBCC হয়ে লোহাপুলের কাছে পৌঁছয় টোটো। পুলিশের দাবি, স্কুলছাত্রীর একা হেঁটে কেষ্টপুরে যাওয়ার ফুটেজ তাদের হাতে এসেছে।
সিসিটিভি ফুটেজে ধৃত সৌমিত্র রায়ের টোটোয় নাবালিকাকে দেখা গেছে। এক অভিযুক্তকে ধরলেও, একাধিক জায়গায় ধোঁয়াশা থেকেই যাচ্ছে। নাবালিকাকে নিয়ে গভীর রাতে এতক্ষণ ধরে টোটোয় ঘোরানো হল, কারও কোনও সন্দেহ হল না? এতটা পথে কি কোনও নজরদারি ছিল না? সরকারি মালিকানাধীন পরিত্যক্ত জমিতে নাবালিকাকে এনে নেটের বেড়া কেটে অপরাধ ঘটানো হল, অথচ কেউ জানতে পারল না কেন?
জলপাইগুড়িতেও ঘটেছে এক মর্মান্তিক ঘটনা, মাদক মেশানো চকোলেট খাইয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মেয়ের স্কুল ব্যাগে প্রেগন্যান্সি কিট দেখে সন্দেহ হয় মায়ের, কী কারণে তার ব্যাগে ওই কিট? মায়ের প্রশ্নে চাপের মুখে পড়ে মেয়েটি জানায় তিন সপ্তাহ আগে স্কুলে যাতায়াতকারী টোটো চালকের হাতে যৌন নিগ্রহের শিকার হয়। সেই ঘটনায় সে অন্তসত্ত্বা হয়ে পড়েছিলো কিনা তা যাচাই করতেই এই টোটোচালক তাকে প্রেগন্যান্সি কিট কিনে দিয়েছিল বলে জানায় নাবালিকা। জানা গিয়েছে ,ওই অভিযুক্ত টোটো চালক এলাকার প্রাক্তন তৃণমুল পঞ্চায়েত সদস্যের ভাইপো হন। গত মাসের ২১ তারিখ ওই টোটো চালক নাবালিকা কে স্কুলে না নিয়ে শহরের একটি পার্ক এলাকায় নিয়ে জায় তারপির চকলেট খেতে দেয় তারপরেই মেয়েটি জ্ঞান হারায় তারপর বিকেই ওই টোটো চালকই মেয়ে টিকে বাড়িতে নামিয়ে দিয়ে আসে। পরিবারের দাবি ওই চকলেটের মধ্যে কোনো মেশানো হয়েছিলো যেটা খেয়ে মেয়ে বেহুঁশ হয়ে পড়েছিল। সেই সুযোগে ওই টোটোচালক নাবালিকা ধর্ষণ করেছে। অভিযুক্ত টোটো চালকের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
