Suvenu Adhikari: 'কেন্দ্রীয় মন্ত্রক কীভাবে কাজ করে, কোনও ধারণাই নেই', অভিষেককে নিশানা শুভেন্দুর
Suvendu Attacks Abhishek: 'হঠাৎ একদিন ঘুম থেকে জেগে উঠে সংসদের অধিবেশনে যোগ দিলে এরকমই হয়', কেন বললেন শুভেন্দু ?
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) ট্যুইটের পাল্টা আজ ট্যুইটে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এদিন ট্যুইটে তিনি বলেন, 'হঠাৎ একদিন ঘুম থেকে জেগে উঠে সংসদের অধিবেশনে যোগ দিলে এরকমই হয়। কেন্দ্রীয় মন্ত্রী এবং তাঁর মন্ত্রক কীভাবে কাজ করে সে সম্পর্কে কোনও ধারণাই নেই। মাননীয় মন্ত্রী দুটি মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত, গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত রাজ। মনে রাখবেন কাউকে ব্যঙ্গোক্তি করলেও নিজেকেও অপদস্থ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। আর হ্যাঁ, এটাই নতুন ভারত, আপনার পুরনো ধারণাকে এর সঙ্গেই মানিয়ে নিতে হবে'।
গতকাল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে (Sudip Banerjee) পাঠানো গিরিরাজ সিংহের জবাবি চিঠিকে ট্যাগ করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ট্যুইটের পাল্টা আজ ট্যুইটে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ১০০দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া চেয়ে গিরিরাজ সিংহকে চিঠি দেন তৃণমূল সাংসদরা। 'সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে চিঠি ।' তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জবাবি চিঠিতে জানান গিরিরাজ সিংহ।‘এটা মহাকাব্যিক, গিরিরাজ নিজেই গিরিরাজকে চিঠি ফরওয়ার্ড করেছেন’, নিঃসন্দেহে এটাই নতুন ভারত, তৃণমূলের ট্যুইট ট্যাগ করে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, গরু পাচার, কয়লা পাচার সংক্রান্ত অভিযোগ নিয়ে বারবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিশানায় এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নিয়োগ-দুর্নীতি নিয়েও সুর চড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পরে বিস্ফোরক অভিযোগ করেছিলেন শুভেন্দু। সম্প্রতি তারই জবাব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা তোপ দেগেছিলেন শুভেন্দুও।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'স্ক্যামে ৩ হাজার কোটি টাকা উঠেছে। ২ হাজার কোটি টাকা ভাইপো নিয়েছে।' শুভেন্দুর বিস্ফোরক অভিযোগের পাল্টা জবাব দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেছিলেন, 'ওনাকে ধরা উচিত। উনি সব জানেন। ওনার কাছে যদি কোনওরকম কোনও তথ্য় থাকে, অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে গিয়ে জমা দাও। কে বারণ করছে।'
আরও পড়ুন, লেনিনের ছবিতে ঝুলছে মালা, আগুনে ছারখার CPM পার্টি অফিস, কাঠগড়ায় TMC
শুভেন্দুকে সরাসরি চ্য়ালেঞ্জ ছুঁড়েছিলেন অভিষেক। তারপরই আবার পাল্টা মুখ খুলেছিলেন শুভেন্দুও। অভিষেক বলেছিলেন, 'আমি বলছি, এই এসএসসি সম্পর্কে যা ওনার বক্তব্য় বা তদন্তে যদি এতটুকু প্রমাণ থাকে, এতটুকু, দশ পয়সার লেনদেন। গরু-কয়লা-এসএসসি, আমার পিছনে ইডি-সিবিআই লাগাতে হবে না। আমি ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্য়ুবরণ করব। একই কথা বলে গেলাম।'