(Source: Matrize)
LPG Price Hike Protest : রান্নার গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদ, রাস্তায় উনুন জ্বেলে লুচি ভাজলেন তৃণমূল কাউন্সিলর; বিলি ঘুঁটে-কয়লা
Kamarhati TMC Councillor Protests : ভোট মিটে যেতেই, ৫৮ দিনের মধ্যে দু’দফায় রান্নার গ্যাসের দাম বাড়ল ১০০ টাকা
কামারহাটি : রান্নার গ্যাসের দাম (LPG Price) হাজারের গণ্ডি পার করায় অভিনব প্রতিবাদ কামারহাটির তৃণমূল কাউন্সিলরের (Kamarhati TMC Councillor)। এদিন সকালে বেলঘরিয়া-নীলগঞ্জ রোডের ওপর উনুন জ্বেলে লুচি ভেজে এলাকায় বিলি করলেন ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। নিম্নবিত্তদের বাড়ি বাড়ি ঘুরে বিলি করলেন ঘুঁটে-কয়লা। এলপিজি-র দাম বাড়ায় পকেটে টান সাধারণ মানুষের। সেই কারণে বিকল্প জ্বালানির ব্যবস্থা করা হচ্ছে, দাবি তৃণমূল কাউন্সিলরের।
প্রসঙ্গত, রান্নার গ্যাসের দামে সর্বকালীন রেকর্ড। সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বেড়েছে ৫০ টাকা। ইতিহাসে প্রথমবার রান্নার গ্যাসের দাম ১ হাজার টাকা পেরিয়ে গেছে। আরও বেড়েছে আমজনতার পকেটে টান।
আরও পড়ুন ; 'বিজেপি সরকার গ্রেট ইন্ডিয়া লুঠ' চালাচ্ছে', রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে আক্রমণ মমতার
আর আগুন নয়, একে দাবানল বলা চলে। সাধারণ মানুষের ঘাড়ে বোঝা আরও বাড়ল। যা আগে কোনও দিন হয়নি... এবার তাই হল। ইতিহাসে প্রথমবার ভারতে রান্নার গ্যাসের দাম ১ হাজার টাকা পেরিয়ে গেল। ভারতে রান্নার গ্যাসের দামে সর্বকালীন রেকর্ড হল। আরও একবার একধাক্কায় LPG সিলিন্ডারের দাম বাড়নো হল ৫০ টাকা। কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১ হাজার ২৬ টাকা।
এই নিয়ে গত দেড় মাসে ১০০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম।। গত দেড় বছরে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৩০০ টাকারও বেশি। উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের ভোটের সময়, ১৩৭ দিন দাম বাড়ানো বন্ধ ছিল। এবার ভোট মিটে যেতেই, ৫৮ দিনের মধ্যে দু’দফায় রান্নার গ্যাসের দাম বাড়ল ১০০ টাকা। একদিকে পেট্রোল-ডিজেলের সর্বকালীন দাম, তার জেরে নিত্যপ্রয়োজনীয় সমস্ত জিনিসে হাত ছোঁয়ানো মুশকিল। আয় কার্যত একই জায়গায় দাঁড়িয়ে আছে, ব্যায় হু-হু করে বাড়ছে।
সার্বিক মূল্যবৃদ্ধির আরও বোঝা এসে চাপল সাধারণ মানুষের ঘাড়ে। সীমিত আয়ে সংসার চালাতে গিয়ে নাকানিচোবানি খাচ্ছে সাধারণ মধ্যবিত্ত! এই পরিস্থিতিতে গ্যাসের দামবৃদ্ধিতে কপালে চিন্তার ভাঁজ।