এক্সপ্লোর
Durgapuja 2025: মায়ের আগমনে বাবাকে স্মরণ, দুর্গাপুজোয় থিমে অভিনব ভাবনা পানশিলা ঠাকুরবাড়ির
Panshila Thakurbari Durgapuja 2025: ৭৬ এ পা রাখতে চলা এই ঐতিহ্যবাহী পুজোর থিমের নাম রাখা হয়েছে ‘শ্রীচরণেষু’। মায়ের আগমণে সেখানে বাবাকে স্মরণ করা হচ্ছে।
পানশিলা ঠাকুরবাড়ি দুর্গাপুজো ২০২৫
1/8

বাবাকে মনে পড়ে আপনার? বাবার ভালোবাসা, স্নেহ, আদর আর অনুভব করতে পারছেন না? একবার এবারের দুর্গাপুজোয় পানশিলা ঠাকুরবাড়ি চলে যাবেন। সেই পুজোয় এবার বাবাকে স্মরণ করা হচ্ছে।
2/8

৭৬ এ পা রাখতে চলা এই ঐতিহ্যবাহী পুজোর থিমের নাম রাখা হয়েছে ‘শ্রীচরণেষু’। মায়ের আগমণে সেখানে বাবাকে স্মরণ করা হচ্ছে।
3/8

ছোটবেলায় মায়ের বকুনি, মার থেকে যেই মানুষটি সবসময় বাঁচিয়ে দিতেন, যে মানুষটি সারাদিনের অফিসের কাজের চাপ সামলেও কোলে বসিয়ে পড়িয়েছে, সেই মানুষটির লড়াই মণ্ডপের ছত্রে ছত্রে ফুটিয়ে তোলা হয়েছে।
4/8

থিমের পুজােয় এবার মণ্ডপে ঢুকলেই দেখা যাবে এক রিক্সয় মা তাঁর সন্তানদের নিয়ে আসছেন। বাবা টানছেন সেই রিক্স। বাবার হাড়ভাঙ্গা খাটুনির ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
5/8

জন্ম থেকে বড় হওয়া ও বেড়ে ওঠার ধাপে ধাপে বাবার অবদান অনেক সময় ঢাকা পড়ে যায়, তাঁদের হয়ে কথা বলা হয়ে ওঠে না। কিন্তু পানশিলা ঠাকুরবাড়ি এবার বাবাদের গল্পই ফুটিয়ে তুলেছে তাঁদের মণ্ডপে।
6/8

যার বাড়িয়ে দেওয়া আঙুল ধরে পাশাপাশি হেঁটে এই পৃথিবীকে চেনা, যাঁর কোলে-কাঁধে চড়ে গোটা শৈশব কাটানো, সেই মানুষটাই নীরব যোদ্ধা হয়েই থেকে যান পরিবারে সবসময়। শিল্পী পার্থ মাইতির নিঁখুত শিল্পকলায় সেই বাবার কাহিনীই ফুটে উঠেছে।
7/8

পার্থ বাবু বলছিলেন, ''আমি এই পুজো কমিটির সঙ্গে দীর্ঘ সময় ধরেই জড়িয়ে। নিজের বাবাকে ক্যান্সারে হারিয়েছিলাম। চেয়েছিলাম বাবার জন্য়, বাবাদের উৎসর্গ করে কিছু করি। এই পুজো পৃথিবীর সমস্ত বাবাকে উৎসর্গ করলাম।''
8/8

পানশিলা ঠাকুরবাড়ির দুর্গাপুজোয় আগামীকাল অর্থাৎ মহালয়ার দিন সকালে মায়ের চক্ষুদান করা হবে। চক্ষুদান করবেন প্রখ্যাত ভাস্কর শ্রী সুকান্ত রায়
Published at : 20 Sep 2025 03:42 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























