Mamata Banerjee on LPG Price Hike : 'বিজেপি সরকার গ্রেট ইন্ডিয়া লুঠ' চালাচ্ছে', রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে আক্রমণ মমতার
Gas Record Price Hike : এই নিয়ে গত দেড় মাসে ১০০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। গত দেড় বছরে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৩০০ টাকারও বেশি।
কলকাতা : জ্বালা ধরাচ্ছে জ্বালানি (Fuel Price Hike)। মধ্যবিত্তের (Middle Class) পকেটে টান আরও বাড়িয়ে রান্নার গ্যাসের দাম ১ হাজার টাকা পেরিয়ে গেল। আর গ্যাসের দাম হাজারের গণ্ডি টপকে যাওয়ার পরই কেন্দ্রের সরকারকে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ভারতের নাগরিকদের অত্যাচার করা হচ্ছে, বোকা বানানো হচ্ছে। বিজেপি সরকারের (BJP Government) নেতৃত্বে গ্রেট ইন্ডিয়া লুঠ চলছে বলেই আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা
সোশাল মিডিয়ায় রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে তীব্র সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লিখেছেন, ভারতের নাগরিকদের যে অত্যাচার কেন্দ্রীয় সরকার চালাচ্ছে, তা দ্রুত বন্ধ হওয়া দরকার। ক্রমাগত তেলের দামবৃদ্ধি (Fuel Price Hike), এলপিজি গ্যাসের (LPG Price Hike) এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামবৃদ্ধি (Essential commodities Price Hike) করে বিজেপি সরকার আসলে গ্রেট ইন্ডিয়া লুঠ চালাচ্ছে। মানুষকে বোকা বানানো হচ্ছে।
সর্বকালীন রেকর্ড দামবৃদ্ধি গ্যাসের
ইতিহাসে প্রথমবার ভারতে রান্নার গ্যাসের দাম ১ হাজার টাকা পেরিয়ে গেল। ভারতে রান্নার গ্যাসের দামে সর্বকালীন রেকর্ড হল। আরও একবার একধাক্কায় LPG সিলিন্ডারের দাম বাড়নো হল ৫০ টাকা। কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১ হাজার ২৬ টাকা।
এই নিয়ে গত দেড় মাসে ১০০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। গত দেড় বছরে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৩০০ টাকারও বেশি।
বিজেপি সরকারকে আক্রমণ কংগ্রেসেরও
কংগ্রেস বলছে, সাধারণ মানুষের বোঝা কমাতে, ২০১৩-১৪ অর্থবর্ষে, তারা যখন কেন্দ্রে ক্ষমতায় ছিল, তখন LPG গ্যাসে ভর্তুকি বাবদ প্রায় সাড়ে ৪৬ হাজার কোটি টাকা দিত কেন্দ্রীয় সরকার। সেখানে, ২০১৬-১৭ অর্থবর্ষ থেকে তা শূন্যে নামিয়ে এনেছে মোদি সরকার।
৫ রাজ্যের বিধানসভা ফলের পর দামবৃদ্ধি শুরু
উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের ভোটের সময় ১৩৭ দিন দাম বাড়ানো বন্ধ ছিল। এবার ভোট মিটে যেতেই ৫৮ দিনের মধ্যে দু’দফায় রান্নার গ্যাসের দাম বাড়ল ১০০ টাকা। একদিকে পেট্রোল-ডিজেলের সর্বকালীন দাম, তার জেরে নিত্যপ্রয়োজনীয় সমস্ত জিনিসে হাত ছোঁয়ানো মুশকিল। আজ কার্যত একই জায়গায় দাঁড়িয়ে আছে, ব্যায় হু-হু করে বাড়ছে। এইভাবে চলতে থাকলে, সংসার চলবে কীকরে? সেই দুশ্চিন্তাই তাড়া করছে সাধারণ মানুষকে।
আরও পড়ুন- মূল্যবৃদ্ধির ঝাঁঝে হেঁশেলে পা রাখাই দায়, কলকাতায় হাজারের গণ্ডি ছাড়াল LPG-র দাম