North 24 Pargana News: পঞ্চায়েত ভোটে অন্তর্ঘাতের আশঙ্কা! দলের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
সেখানেই পঞ্চায়েত ভোটে অন্তর্ঘাতের আশঙ্কা করে দলের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সেই অনুষ্ঠানেই পঞ্চায়েতের টিকিট নিয়ে বার্তা দেন হাড়োয়ার তৃণমূল বিধায়কও।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিলি নিয়ে বার্তা দিল তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি, পঞ্চায়েত ভোটে অন্তর্ঘাতের আশঙ্কা করে দলের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন খাদ্যমন্ত্রী। মানুষ যাকে চাইবে সেই প্রার্থী হবে, একই সুরে বার্তা দিলেন হাড়োয়ার তৃণমূল বিধায়কও। এনিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি।
তৃণমূল বিধায়ক ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কথায়, 'যেখানে যে প্রার্থী হবে, আমি পেলাম না বলে তাকে হারাবার চেষ্টা হবে, এটা কিন্তু করা যাবে না। কেউ চাপিয়ে দিলে, সেই প্রার্থী হবে না। মানুষ যাকে চাইবে, সে প্রার্থী হবে। দলীয় -নেতা-কর্মীদের উদ্দেশে ফের বার্তা স্পষ্ট করে দিল তৃণমূল নেতৃত্ব। সম্প্রতি পুরভোটে প্রার্থী ঠিক করা নিয়ে তৃণমূলের অন্দরের অসন্তোষ, ক্ষোভ-বিক্ষোভ ছবি ধরা পড়েছে বিভিন্ন জায়গায়। সামনের বছর ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে পঞ্চায়েত নির্বাচন হওয়ার ইঙ্গিত মিলেছে প্রশাসন সূত্রে।
তার আগে প্রার্থীপদ নিয়ে একের পর এক সতর্কবার্তা শোনা যাচ্ছে তৃণমূলের নেতা-মন্ত্রী-বিধায়কদের গলায়! শনিবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় তৃণমূলের তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, পার্থ ভৌমিক সহ রাজ্যের মন্ত্রীরা।
সেখানেই পঞ্চায়েত ভোটে অন্তর্ঘাতের আশঙ্কা করে দলের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সেই অনুষ্ঠানেই পঞ্চায়েতের টিকিট নিয়ে বার্তা দেন হাড়োয়ার তৃণমূল বিধায়কও। এ নিয়ে শাসকদলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। পুরসভা নির্বাচনে তৃণমূলের টিকিট বণ্টন নিয়ে সামনে এসেছিল অসন্তোষের ছবি। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। সেই পরিস্থিতি এড়াতে পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়ে সতর্ক তৃণমূল নেতৃত্ব।
কিছুদিন আগে হুঁশিয়ারি শোনা গিয়েছিল আরও এক নেতার গলায়। লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmi Bhandar) বিনিময়ে ভোটের হুঁশিয়ারি দেন তৃণমূল (TMC) নেতা! রাজ্যের তৃণমূল সরকারের ঋণ স্বীকারের কথা রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) প্রকল্পে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ব্লক সভাপতি।
উত্তর ২৪ পরগনার কাটিয়াহাটের তৃণমূলের ব্লক সভাপতি প্রকাশ সর্দার মহিলাদের উদ্দেশে বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো? মুখ্যমন্ত্রীর কথা মনে রাখতে হবে। সামনে পঞ্চায়েত ভোট, দিদির কথা কিন্তু মনে রাখতেই হবে। বলতে হয় না যেন, আর একটা লোকও যেন বাকি না থাকে"। এদিন মহিলাদের এমনই ফরমান দিলেন তৃণমূল ব্লক সভাপতি প্রকাশ সর্দারের। তিনি বলেন, ‘সরকারের সুবিধে নিলে সরকারকেও দেখতে হবে। যদি অন্য দলকে সমর্থন করেন, পরিষেবাও অন্য দল থেকে নিতে হবে’।