North 24 Parganas:'কালকের মধ্যে দখলমুক্ত করে দিন নিজে দাঁড়িয়ে থেকে' সতর্কবার্তা তৃণমূল বিধায়কের
Bagda ByElection 2024: এবার বিধানসভা উপনির্বাচনের আগে সরকারি জমি দখলমুক্ত করতে, দলকেই সতর্কবার্তা দিলেন দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বাগদা বিধানসভা উপনির্বাচনের (Bagda ByElection 2024) আগে সরকারি জমি দখলমুক্ত করতে, দলকেই সতর্কবার্তা দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। তার জন্য বেঁধে দিলেন সময়।
সতর্কবার্তা বিধায়কের: লোকসভা ভোটে রাজ্যের অধিকাংশ পুর এলাকায় বিজেপির থেকে পিছিয়ে রয়েছে তৃণমূল। যা রাজ্যের শাসকদলের কাছে অশনি সঙ্কেত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। সেই প্রেক্ষাপটেই, জবরদখলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভা উপনির্বাচনের আগে সরকারি জমি দখলমুক্ত করতে, দলকেই সতর্কবার্তা দিলেন দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক।
১০ জুলাই বাগদা বিধানসভায় উপনির্বাচন। তার আগে বুধবার কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। সেখানেই সরকারি জমি দখলমুক্ত করতে, আগেভাগেই দলীয় নেতাদের সতর্ক করলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি। সরকারি জমি দখল করে থাকলে, এক দিনের মধ্যে তা ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন তিনি।উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, "অনেক তৃণমূলের নেতা আছে। অনেকের নামে অভিযোগ। আমি আপনাদের আজ বলি, সরকারি জায়গাটা নেত্রী বলেছেন, সরকারি কোনও জায়গা তৃণমূল পঞ্চায়েতের নেতৃত্ব হোক, প্রতিনিধি হোক, তৃণমূলের লিডার হোক, সরকারি কোনও জায়গা দখল করতে পারবে না। দখল যদি করে থাকেন, আগামীকালের মধ্যে দখলমুক্ত করে দিন নিজে দাঁড়িয়ে থেকে। আগামীকাল লাস্ট টাইম। পরশু দিন যদি আমাকে মাঠে নামতে হয়, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। সুতরাং, কিছু অভিযোগ আছে। তা না হলে আর একথা বলছি না। ছেড়ে দিন।''
মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভা কেন্দ্র বরাবরই তৃণমূলের কাছে শক্ত হার্ডল। ২০১৯ সাল থেকে বাগদা জিতে আসছে বিজেপি। বাগদা বিধানসভা কেন্দ্র যে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, ২০১৯ ও ২০২৪, পরপর দুটি সাধারণ নির্বাচনেই সেখানে জিতেছেন মতুয়া বাড়ির বড়মার পরিবারের সদস্য শান্তনু ঠাকুর। গত বিধানসভা ভোটে বাগদায় বিজেপির টিকিটে জয়ী হন তৃণমূল ছেড়ে যাওয়া নেতা বিশ্বজিৎ দাস। তৃণমূলে প্রত্যাবর্তনের পর সেই বিশ্বজিৎ দাসকেই এবার বনগাঁ লোকসভা আসনে ৭৫ হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছেন বিজেপির শান্তনু ঠাকুর। লোকসভা ভোটের ফলের নিরিখে বাগদা বিধানসভায় বিজেপির লিড ২০ হাজারের বেশি। এদিন নারায়ণ গোস্বামী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সঙ্গে আপোষ করেন না, আর আগামী দিনেও করবেন না। বাগদার মানুষ জেনে রাখুন, এটা তৃণমূলের প্রতিশ্রুতি। আপনি কত বড় পদে আছেন, ছুঁড়ে ফেলে দেবে দল। নতুনদের আপনার জায়গায় বসিয়ে নিষ্ঠাবান কর্মী, সৎ কর্মীকে তাঁর জায়গায় বসিয়ে দেব। চোর পার্টিতে থাকবে না।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Hooghly News: মানপত্রে বিধান রায়ের বদলে অম্বেডকরের ছবি! 'প্রিন্টিং মিস্টেক' সাফাই পুরসভার