Barrackpore News: হাওড়া থেকে বাইকে চেপে ব্য়ারাকপুরে এসে শ্য়ুটআউট, মোটরবাইক নিয়ে কী রহস্য়?
ভিনরাজ্য থেকে এসে শ্যুটআউট। আততায়ীদের এসেছিল ঝাড়খণ্ড থেকে। ব্যারাকপুরে ২৭ বছরের নীলাদ্রির হত্যাকাণ্ডে উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
ব্যারাকপুর: হাও়ড়া থেকে বাইকে চেপে ব্য়ারাকপুর (Barrackpore)। এরপর সোনার দোকানে শ্য়ুটআউট। ফের বাইকে চেপেই চম্পট! সূত্রের খবর, কলকাতা পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজে ২টি মোটরবাইকের গতিবিধি ধরা পড়েছে। দুজনেই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে সূত্রের খবর। ২ মোটরবাইক আরোহীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
সোনার দোকানে শ্য়ুটআউট: ভিনরাজ্য থেকে এসে শ্যুটআউট। আততায়ীদের এসেছিল ঝাড়খণ্ড থেকে। ব্যারাকপুরে ২৭ বছরের নীলাদ্রির হত্যাকাণ্ডে উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, হত্য়াকাণ্ডে অধরা ২ দুষ্কৃতীও ঝাড়খণ্ডের। তারা কুখ্য়াত। ঝাড়খণ্ড থেকে সোজা হাওড়ায় এসে শেল্টার নেয় তারা। এখানে, একটি ই-কমার্স সংস্থা থেকে ২ টো মোটর বাইক কেনে দুষ্কৃতীরা। কলকাতা পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজে ২টি মোটরবাইকের গতিবিধি ধরা পড়ে। ২টি বাইকেই ১ জন করে ছিলেন।
পুলিশ সূত্রে খবর, একজনের পরণে ছিল সাদা পোশাক। আরেক জনের কালো টি শার্টি। দুজনের মাথাতেই ছিল হেলমেট। তা সত্ত্বেও ২ জনেই অতিরিক্ত ১ টা করে হেলমেট ক্যারি করছিল। হাওড়ার পিলখানা থেকে সেন্ট্রাল অ্য়াভিনিউ, চিৎপুর , কাশীপুর, ডানলপ পর্যন্ত আসে মোটরবাইক দুটি। সূত্রের খবর, সম্ভবত, বিটি রোড হয়েই ব্য়ারাকপুরের দিকে যায় দুটি বাইক। মাঝপথে, কোথাও থেকে দুটি বাইকে ১ জন করে, আরও ২ জন উঠে পড়ে। বাইক আরোহী ওই ২ যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আগে থেকে রীতিমতো রেকি করা হয় হয়। সেই কারণেই বেছে নেওয়া হয়েছিল ৬টা নাগাদ, বিকেল-সন্ধের মাঝামাঝি সময়টা। যখন কিনা দোকানে ক্রেতার ভিড় কম থাকে। যাতে জনবহুল এলাকায় অপারেশন সেরে পালিয়ে যেতে পারে দুষ্কৃতীরা। এরপরই ১ মিনিট ৩৭ সেকেন্ডের প্রাণঘাতী অপারেশন। ঘটনার পরই বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
স্থানীয়দের থেকে পাওয়া তথ্য় অনুযায়ী, বড়পোলের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রাস্তার সিসি ক্য়ামেরা থেকে নিজেদের লুকোতেই কি বিটি রোড গলির রাস্তা নিয়েছিল আততায়ীরা? উঠছে সেই প্রশ্ন। কিন্তু এরপর? আবার কি ডানলপ হয়েই পালিয়ে গেছিল দুষ্কৃতীরা? বালি ব্রিজ পেরিয়ে হাওড়া কিংবা হুগলি পাড়ি দেয় আততায়ীরা? তবে, পালানোর সময় সফি মাঝপথে নেমে পড়ে বলে সূত্রের খবর।পুলিশ সূত্রে দাবি, খুনের অপারেশনে ব্য়বহৃত একটি মোটরবাইক বাজেয়াপ্ত করেছে তারা। বাইকটির নম্বর প্লেট থেকে জানা গেছে, সেটি ডোমজুড়ের। সূত্রের খবর, আরেকটি হাবড়ার। এদিন দুপুরে ঘটনাস্থলে যায় ফরেন্সিক টিম। নমুনা সংগ্রহের পাশাপাশি, ভিডিওগ্রাফি করেন বিশেষজ্ঞরা। প্রায় ৪০ মিনিট দোকানের ভিতর ছিলেন তাঁরা।।এদিকে, এই ঘটনায় আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে সিংহ পরিবারকে। মাত্র ২৭ বছর বয়সে নীলাদ্রির এই পরিবার মানতে পারছেন না আত্মীয়-পরিজনরা। তবে কী কারণে এই ভয়ঙ্কর হত্য়াকাণ্ড? তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: Lifestyle: শুধু বাইরে নয়, ঘরেও দরকার সান স্ক্রিন, মানেন অনেকেই