New Born Trafficking: আয়ার ছদ্মবেশে সদ্যোজাতকে চুরির অভিযোগ, প্রশ্নের মুখে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ
North Bengal Medical College:আয়ার ছদ্মবেশে, সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগে, মায়ের হাত থেকে সন্তানকে চুরির অভিযোগ! ঘটনায় প্রশ্নের মুখে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজের ভূমিকা।
সনৎ ঝা ও বাচচু দাস, কলকাতা: আয়ার (Attendant) ছদ্মবেশে, সরকারি হাসপাতালের (Government Hospital) প্রসূতি বিভাগে, মায়ের হাত থেকে সন্তানকে (New Born Trafficking) চুরির অভিযোগ! ঘটনায় প্রশ্নের মুখে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজের (North Bengal Medical College) ভূমিকা। অভিযোগ, হাসপাতালের সিসিটিভি ফুটেজও খারাপ! শেষমেষ পুলিশ পোস্টের একটি সিসিটিভি ফুটেজে শিশুকে নিয়ে মহিলাকে একটি টোটোয় উঠতে দেখা গেছে বলে দাবি। অভিযুক্ত মহিলা ও টোটো চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
কী ঘটেছিল?
মঙ্গলবার রাতে খড়িবাড়ি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন, খ়ড়িবাড়িরই বাসিন্দা রঞ্জিতা সিংহ নামে এই গৃহবধূ। পরিবার সূত্রে খবর, প্রসবের পরই, গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হয়। বুধবার ভোরে প্রসূতিকে আনা হয় উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ হাসপাতালে। প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। সন্তানকেও রাখা হয় মায়ের সঙ্গেই। বৃহস্পতিবার সকালে প্রসূতির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। প্রসূতির দাবি, বৃহস্পতিবার বেলা সওয়া ১২টা নাগাদ বাচ্চা খুব কান্নাকাটি করায়, আয়ার পোশাক পরা একজন এসে তাঁকে বলেন, সন্তানকে তাঁর কোলে দিতে। তিনি ভুলিয়ে রাখবেন। প্রসূতির দাবি, সেই আয়ার হাতে সন্তানকে দিয়ে তিনি বাথরুমে গেছিলেন। ফিরে এসে দেখেন বাচ্চা উধাও। ঘটনার পরই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় শিশুর পরিবার। সূত্রের খবর, হাসপাতালের সিসিটিভি দীর্ঘদিন ধরে খারাপ। এই পরিস্থিতিতে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে শিশুর পরিবার। নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও, প্রসূতি বিভাগ থেকে কীকরে বাচ্চা চুরির ঘটনা ঘটে, সেই প্রশ্ন তুলেছেন শিশুর বাবা। তাঁর দাবি, 'নিরাপত্তারক্ষী রয়েছেন, সিসিটিভি থেকে খারাপ। আমার বাচ্চা ফেরত চাই।' ঘটনার পরই, হাসপাতালের তরফে নর্থবেঙ্গল মেডিক্য়াল কলেজ আউটপোস্টে অভিযোগ জানানো হয়। কলেজ হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, 'তদন্ত করে দেখা হচ্ছে। অনেকে ঢুকছেন, বেরোচ্ছেন। এটা সমস্য়ার। গাফিলতি কার, বলার সময় আসেনি। পুলিশ দেখছে।' এদিকে, পুলিশের তরফে জানানো হয়েছে, তাদের আউটপোস্টের সিসিটিভিতে ধরা পড়া ছবিতে শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে একটি টোটোয় উঠতে দেখা গেছে মহিলাকে। সেই মহিলা ও টোটো চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দ্রুত শিশুকে উদ্ধার এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিজেপি। গতমাসেই, শিলিগুড়িতে এক শিশুপাচার চক্রের পর্দা ফাঁস করে পুলিশ। ৩ মহিলা-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। একমাসের মাথায় এই ঘটনা ফের একবার হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।
আরও পড়ুন:হাড্ডাহাড্ডি রান লড়াই, অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে আপাতত শীর্ষে ডু প্লেসি-ই