North Dinajpur News: ট্রেনের তলায় পড়ে গিয়েও বরাত জোরে বাঁচল বৃদ্ধের প্রাণ
Kaliyaganj: মঙ্গলবার দুর্ঘটনা ঘটা মাত্রই ট্রেন চালকের সহযোগিতায় তৎক্ষণাৎ ওই বৃদ্ধকে ইঞ্জিনের তলা থেকে বের করে আনে ট্রাফিক পুলিশ কর্মীরা।
![North Dinajpur News: ট্রেনের তলায় পড়ে গিয়েও বরাত জোরে বাঁচল বৃদ্ধের প্রাণ north dinajpur kaliaganj The old man's life was saved even after he fell on the floor of the train North Dinajpur News: ট্রেনের তলায় পড়ে গিয়েও বরাত জোরে বাঁচল বৃদ্ধের প্রাণ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/15/1eba689002f2e603161fbafde8c0baba_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: অশতিপর বৃদ্ধ। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ট্রেনের তলায়। তবে চালক এবং অন্যান্যদের সহযোগীতায় বরাত জোরে প্রাণে বাঁচলেন তিনি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ স্টেশনে (Kaliyaganj Station)। ঠিক কী হয়েছিল? স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল ১১টা ১৫ নাগাদ কালিয়াগঞ্জ স্টেশনে ঢুকছিল রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস (Radhikapur-Howrah Express)। ঢোকার মুখেই বিপত্তি ঘটে। শ্রীমতি রেলসেতুর কাছেই ইঞ্জিনের তলায় চলে যান ৬৭ বছরের বিনয় ঢাকি। ট্রেনের গতি কম থাকায় সে যাত্রায় রেহাই পান তিনি।
মঙ্গলবার (Tuesday) দুর্ঘটনা ঘটা মাত্রই ট্রেন চালকের সহযোগিতায় ওই বৃদ্ধকে ইঞ্জিনের তলা থেকে বের করে আনে ট্রাফিক পুলিশকর্মীরা। কালিয়াগঞ্জ ট্রাফিক বিভাগের অফিসার খাদিমুল ইসলামের নেতৃত্বে বৃদ্ধর প্রাণ বাঁচায় সিভিক ভলান্টিয়ার টিম। এর পর আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধকে তড়িঘড়ি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয় এবং বাঁচানো হয় বিনয় ঢাকি নামে ওই বৃদ্ধকে। উল্লেখ্য, স্থানীয় সূত্রে খবর, কালিয়াগঞ্জের ধনকৈল বেলতলি এলাকায় তাঁর বাড়ি।
সম্প্রতি ট্রেন (Train) থেকে পড়ে মৃত্যু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর (Madhyamik Exam 2022)। মালবাজার মহকুমার ওদলাবাড়ি চেল সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। মৃত ছাত্রীর বাড়ি ডামডিম এলাকায়।
মৃত ছাত্রীর নাম শ্বেতা চিক বড়াইক। জানা গিয়েছে, মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল সেদিন। ডামডিমের বেশ কিছু ছাত্রী ওদলাবাড়ি স্কুলে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) দিতে যাচ্ছিল। ডামডিম থেকে চ্যাংড়াবাধন্ধা প্যাসেঞ্জার ট্রেনে করে ওদলাবাড়ি যাচ্ছিল পরীক্ষার্থীরা। সেই সময়ে ওদলাবাড়ি রেল সেতুর (Rail Bridge) কাছে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই পরীক্ষার্থীর। কীভাবে মৃত্যু হল? খতিয়ে দেখছে রেল পুলিশ।
দক্ষিণ ২৪ পরগণাতেও মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) দিতে যাওয়ার পথে সাংঘাতিক দুর্ঘটনা ঘটে। দক্ষিণ ২৪ পরগণার (South 24 Paraganas) উস্তির উত্তরকুসুমের কারবালার বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী দুর্ঘটনার কবলে পড়ে। যদিও ওই ছাত্রীকে অবশেষে হাসপাতাল থেকেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। সহায়তায় এগিয়ে আসেন উস্তি থানার পুলিশ, স্কুল কর্তৃপক্ষ ও পর্ষদ কর্তৃপক্ষ।
ঠিক কী ঘটেছিল এদিন? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মামার বাইকে করে পরীক্ষা দিতে যাচ্ছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে উস্তি থানার কেঁশলী এলাকায় একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বাইকটি ধাক্কা মারে একটি গাছে। দুর্ঘটনায় বেশ আহত হয় ওই ছাত্রী। গুরুতর জখম অবস্থায় পরীক্ষার্থীকে স্থানীয়রা বানেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এরপর ছাত্রীর অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকরা তখন তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)