Raiganj News: ১০ মাসের শিশুর পেটে সেঁটে নাইরোবি ফ্লাই, বোতলে ভরে নিয়ে হাসপাতালে গেলেন দম্পতি, আতঙ্ক রায়গঞ্জে
Nairoby Fly: উত্তর দিনাজপুরের রায়গঞ্জের টেনহরি গ্রামের ঘটনা। গ্রামের বাসিন্দা প্রদীপ দাসের শিশুকন্যার বয়স ১০ মাস।
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: সিকিমে ঝাঁক ঝাঁক নাইরোবি ফ্লাই উড়ে বেড়ানোর খবর মিলেছে আগেই (Nairobi Fly)। তার সংস্পর্শে এসে শতাধিক পড়ুয়া অসুস্থ বলেও জানা গিয়েছে। তার মধ্যেই উত্তর দিনাজপুরে এ বার এক শিশুর শরীরে উড়ে বসল নাইরোবি ফ্লাই। সন্তানের সঙ্গে সেটিকেও বোতলবন্দি করে হাসপাতালে নিয়ে যান মা-বাবা। সেখানেই সেটি নাইরোবি ফ্লাই বলে প্রমাণিত হয় বলে খবর।
রায়গঞ্জে শিশুর শরীরে বসল নাইরোবি ফ্লাই
নাইরোবি ফ্লাইয়ের উপদ্রব ঘিরে কয়েক দিন ধরেই আতঙ্ক ছড়াচ্ছে। উত্তর দিনাজপুরে (North Dinajpur) স্থানীয়রা ওই পোকাকে অ্যাসিড পোকা বলেই উল্লেখ করেন। শনিবার এক শিশুর শরীরে ওই পোকা সেঁটে বসে যায় বলে জানা গিয়েছে। হাসপাতালে নিয়ে গেলে শিশুটির চিকিৎসা হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের (Raiganj) টেনহরি গ্রামের ঘটনা। গ্রামের বাসিন্দা প্রদীপ দাসের শিশুকন্যার বয়স ১০ মাস। এ দিন ঘরেই ছিল সে। আচমকা তার আর্তনাদ শুনে ছুটে যান প্রদীপ। দেখেন, শিশুটির পেটের সঙ্গে সেঁটে বসে রয়েছে ওই পোকা। চোখ পড়তেই সেটিকে অ্যাসিড পোকা বলে চিনে ফেলেন শিশুটির বাবা। তাঁর স্ত্রী পলাশী দাসও ওই দৃশ্য দেখে ঘাবড়ে যান।
আরও পড়ুন: Kolkata Connection: মাসছয়েক আগেই 'নেতাজি পুরস্কার', শিনজো আবের হত্যায় শোকস্তব্ধ কলকাতা
এর পর টেনে শিশুটির পেট থেকে পোকাটিকে ছাড়াতে যান ওই দম্পতি। তাতে শিশুটির মায়ের হাতে সেঁটে বসে যায় পোকাটি। যন্ত্রণায় ককিয়ে ওঠেন তিনি। সেই সময়ই ঝটকা মেরে পোকাটিকে প্লাস্টিকের বোতলে ভরে ফেলেন প্রদীপ। এর পর পোকা এবং শিশুকে নিয়ে সটান রায়গঞ্জ মেডিক্যাল কলেজে হাজির হন তিনি। সেখানে আপদকালীন বিভাগে শিশুটিকে দেখানো হয়। চিকিৎসকরা পোকাটিকে নাইরোবি ফ্লাই বলেই শনাক্ত করেন।
নাইরোবি ফ্লাই ঘিরে আতঙ্ক
এ দিন প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে ছেড়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় শিশুটির পরিবার তো বটেই, পাড়াল লোকজনও আতঙ্কে রয়েছেন। তবে রায়গঞ্জ মে়ডিক্যালের চিকিৎসকরা জানিয়েছেন, এতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, বরং সকলের সাবধান হওয়া জরুরি। পোকার সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে হাসপাতালে চিকিৎসা করানো দরকার।