Raiganj News: বিবাহবহির্ভূত সম্পর্কের জের! রায়গঞ্জে গৃহবধূ খুনে গ্রেফতার ১
North Dinajpur News: গত ১১ নভেম্বর, শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে নৃশংস ভাবে খুন করা হয় এলাকার বাসিন্দা দেবাশিস দত্তের স্ত্রী সুপ্রিয়া দত্তকে।
সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: বিবাহবহির্ভূত সম্পর্ক (Extra Marital Affair) নেপথ্য কারণ হতে পারে গোড়া থেকেই সন্দেহ করেছিল পুলিশ (North Dinajpur News)। রায়গঞ্জে (Raiganj News) (Alipurduar News) গৃহবধূ খুনের ঘটনায় এ বার সেই সন্দেহই দৃঢ় হচ্ছে। এই ঘটনায় আলিপুরদুয়ার থেকে (Alipurduar News) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে মৃতা এবং তাঁর ছেলের খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
রায়গঞ্জে গৃহবধূ খুনে আলিপুরদুয়ার থেকে গ্রেফতার ১
গত ১১ নভেম্বর, শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে নৃশংস ভাবে খুন করা হয় এলাকার বাসিন্দা দেবাশিস দত্তের স্ত্রী সুপ্রিয়া দত্তকে। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই সুপ্রিয়াকে খুন করা হয় বলে তদন্তে নেমে সন্দেহ করে পুলিশ। সেই মতো শুরু হয় তদন্ত। তাতে প্রবাল সরকার নামের এক যুবকের হদিশ পায় পুলিশ।
বুধবার সকালে সেই প্রবালকেই আলিপুরদুয়ার জেলার ফালাকাটার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়। আদতে তাঁর বাড়ি কোচবিহার জেলার চ্যাংরাবান্দায়য়। উত্তর দিনাজপুর জেলা পুলিশ বুধবার তাঁকে গ্রেফতার করে। এর পর করানো হয় ডাক্তারি পরীক্ষা। তার পর প্রবালকে নিয়ে পুলিশ ফিরে আসে রায়গঞ্জে।
সুপ্রিয়া খুন হওয়ার পরই প্রবালের কথা জানতে পারে পুলিশ। তাঁর সম্পর্কে যাবতীয় তথ্য হাতে করে শুরু হয় খোঁজ নেওয়া। তাতে জানা যায়, ফালাকাটার একিট হোটেলে গা ঢাকা দিয়ে রয়েছেন প্রবাল। তাতে ফালাকাটা পুলিশ এবং উত্তর দিনাজপুর জেলা পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে হোটেল থেকে গ্রেফতারকরে।
খুনের নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক বলে গোড়া থেকেই ছিল সন্দেহ
পুলিশ জানিয়েছে, খুনের পর সুপ্রিয়া এবং তাঁর ছেলের মোবাইল ফোন দু'টির হদিশ মিলছিল না। প্রবালে কাছে সেই দুই ফোনই উদ্ধার করা হয়েছে। সুপ্রিয়ার মোবাইল ফোন উদ্ধারের পরই বোঝা যায়, প্রবালই রয়েছে খুনের নেপথ্যে। তিনিই মূল অভিযুক্ত। সেই মতো তাঁকে গ্রেফতার করে রায়গঞ্জ আনা হয়। বুধবারই আলিপুরদুয়ার আদালতে প্রবালকে পেশ করে উত্তর দিনাজপুর জেলা পুলিশ।
অন্য দিকে, মুর্শিদাবাদের (Murshidabad) নওদায় তৃণমূল সাংসদের (TMC MP) গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু। বহরমপুর আসার সময় শিশুকে সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কা। গুরুতর আহত শিশুকে মেডিক্যালে কলেজে (Medical College) আনার পরে মৃত্যু। মায়ের সঙ্গে ব্যাঙ্কে এসেছিল শিশু, রাস্তায় সাংসদের গাড়ির ধাক্কা।