Pancahayat Election 2023: ভোটের আগের রাতেই ফের খুন! কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ মৃত্যু শাসক দলের কর্মীর
পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় ৩০ দিনে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ জন। পঞ্চায়েত ভোটে অন্যতম স্পর্শকাতর জেলা মুর্শিদাবাদ।
মুর্শিদাবাদ: রাত পোহালেই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। কিন্তু তার আগের দিনও রেহাই নেই সন্ত্রাস থেকে! ফের ঝরল প্রাণ একাধিক প্রাণ। ভোটের আগের রাতেও ফের খুন! বেলডাঙায় (Beldanga) কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, মৃত্যু শাসক দলের কর্মীর। মৃত্যু তৃণমূল কর্মী বাবর আলির। এলাকায় উত্তেজনা, পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। আজই রানিনগরে (Raninagar) কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসায় জড়ান অধীর চৌধুরী। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল।
পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় ৩০ দিনে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ জন। পঞ্চায়েত ভোটে অন্যতম স্পর্শকাতর জেলা মুর্শিদাবাদ (Murshidabad)। সেখানেই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। বাদ গেল না ভোটের আগের রাতও। শুরুটা হয়েছিল ৯ই জুন, মুর্শিদাবাদের খড়গ্রামে বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয় কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে কংগ্রেস। ১৫ই জুন মুর্শিদাবাদের নবগ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখকে পিটিয়ে ও গুলি করে খুনের অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে। ৪ জুন, ফের মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় দুষ্কৃতী আলিম বিশ্বাসের। শেষ নয় এখানেই, ৫ জুলাই, মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল দুষ্কৃতী কামাল শেখের।
রাজ্যপালের মুর্শিদাবাদ সফরের মধ্যেই খুন কংগ্রেস কর্মী। রানিনগর ১ নম্বর ব্লকের হেরামপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুরে কংগ্রেস কর্মী অরবিন্দ মণ্ডলকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, আজ সকালে কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষকৃতীরা। বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় ওই কংগ্রেস কর্মীকে ইসলামপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত কংগ্রেস কর্মী হেরামপুর পঞ্চায়েতের এক কংগ্রেস প্রার্থীর আত্মীয়। হামলার যোগ অস্বীকার করেছে তৃণমূল। এই নিয়ে ভোট ঘোষণার পর থেকে ৩০ দিনে ১৯ জনের মৃত্যু হয়েছে।
ভোটসন্ত্রাসে জেরবার মুর্শিদাবাদ। আজই পরিস্থিতি খতিয়ে দেখতে দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহারের পর এবার মুর্শিদাবাদে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ সকালে কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে চেপে হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন রাজ্যপাল। সকাল ১০.১৮ নাগাদ বহরমপুর কোর্ট স্টেশনে নামেন তিনি। সাড়ে ১১টা নাগাদ নবগ্রামে নিহত তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে যান রাজ্যপাল। কথা বলেন পরিবারের সঙ্গে। ১৫ জুন তৃণমূলের অঞ্চল সভাপতি খুন হন। এরপর নবগ্রাম থেকে সাড়ে ১২টা নাগাদ খড়গ্রামে পৌঁছন তিনি। মনোনয়ন পর্বের প্রথম দিনেই খড়গ্রামে খুন হন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। তাঁর বাড়িতেও যান সিভি আনন্দ বোস। রাজ্যপালের সামনে কান্নায় ভেঙে পড়ে পরিবার। তাদের অভিযোগ, আতঙ্কে তাঁরা বাড়ির বাইরে বেরোতে পারছে না। দুদিন আগেই বাড়ির সামনে গুলি চলেছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। সিবিআই তদন্তের দাবি তুলেছে নিহতের পরিবার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন