Panchayat Poll 2023 : বাড়িতে সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্য খুনের হুমকি ! বিরোধীদের অভিযোগে সরগরম চন্দ্রকোণা
Paschim Medinipur : এবার এই দুটি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বেশ কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে সিপিএম ও আইএসএফ।
চন্দ্রকোণা : রাতের অন্ধকারে সিপিএম ও আইএসএফ প্রার্থীদের বাড়িতে সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্য খুনের হুমকি দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর ও কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
এবার এই দুটি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বেশ কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে সিপিএম ও আইএসএফ। অভিযোগ, বিরোধী প্রার্থীদের বাড়িতে সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে খুন অথবা মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল-জরিমানার হুমকি দেওয়া হচ্ছে। রাতে পুলিশ গেলে ক্ষোভ উগরে দেন সিপিএম ও আইএসএফ প্রার্থীরা। যদিও তৃণমূলের দাবি, বিরোধীরা প্রার্থী দেওয়ায় এটা প্রমাণিত যে, এলাকায় সন্ত্রাস হচ্ছে না। হেরে যাওয়ার ভয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
অভিযোগ অন্যত্রও-
মনোনয়ন পর্ব ঘিরে অশান্তির উত্তাপ এখনও কমেনি। এবার মনোনয়ন প্রত্য়াহারের জন্য় বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহার থেকে পূর্ব মেদিনীপুর, বিজেপি প্রার্থীদের কোথাও টাকার টোপ, কোথাও হুমকি দেওয়ার অভিযোগ। এরই মধ্য়ে গোসাবায় বিজেপি নেতার দোকান ভাঙচুরের অভিযোগ উঠল শাসকের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
কোথাও টাকার টোপ দিয়ে বিজেপি প্রার্থীকে মনোনয়ন তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ। কোথাও বিজেপি প্রার্থীকে হুমকি। কোথাও বিজেপি নেতার দোকান ভাঙচুর। সব ঘটনাতেই অভিযুক্ত শাসকদল। কোচবিহারের তুফানগঞ্জে বিজেপি প্রার্থীকে টাকার লোভ দেখিয়ে প্রার্থীপদ প্রত্য়াহারের জন্য় চাপ দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মারাত্মক এই অভিযোগ করেছেন, তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির ২০ নম্বর আসনের বিজেপি প্রার্থী রাসবিহারী গোস্বামী। তাঁর দাবি, বুধবার মনোনয়ন পেশ করেন তিনি। এরপরই তাঁকে এসে প্রার্থী পদ তুলে নেওয়ার জন্য় চাপ দেয় ওই আসনের তৃণমূল প্রার্থী রাজেশ তন্ত্রী।
একই অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। এখানেও, মনোয়ন প্রত্য়াহারের জন্য় হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একটি ভিডিও প্রকাশ্য়ে এনে বিজেপি দাবি করেছে, পটাশপুর ২ নম্বর ব্লকের পানিনালা গ্রামে, বাড়িতে এসে বিজেপি প্রার্থীকে মনোনয়ন তুলে নিতে চাপ দেয় স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা।
অন্য়দিকে, দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়, বিজেপির মণ্ডল সম্পাদককে মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এক্ষেত্রেও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আরও পড়ুন ; এবার প্রত্যাহার-সন্ত্রাস, মনোনয়ন প্রত্যাহারে বিজেপি প্রার্থীকে চাপের অভিযোগ