Panchayat Poll 2023 : জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগে অসন্তোষ, আদালতে রাজ্য নির্বাচন কমিশন
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবিতে, গোড়া থেকেই সরব বিরোধীরা। মঙ্গলবার সেই দাবিতে কার্যত সিলমোহর দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
LIVE
Background
কলকাতা : কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হবে পঞ্চায়েত ভোট ( Panchayat Poll ) । নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ( Calcutta High Court ) । আপাতত স্পর্শকাতর জেলাগুলিতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী চাইলে, তৎক্ষণাৎ তার ব্যবস্থা করবে কেন্দ্র। নির্দেশ দিল আদালত। দেখে নিন পঞ্চায়েতের Top News এক নজরে।
জোর ধাক্কা কমিশন-রাজ্যের : হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের, বিরোধীদের দাবিতেই মান্যতা। শুধু পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পঞ্চায়েত। কেন্দ্রের সঙ্গে রাজ্যকে আলোচনার নির্দেশ।
'গাইডলাইন মেনে সিভিক' : সিভিক ভলান্টিয়ার ব্যবহারে মানতে হবে গাইডলাইন। ভোটকর্মীদের সুরক্ষা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের। বুথে হয় সিসি ক্যামেরা, নয় ভিডিওগ্রাফির নির্দেশ।
'কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত' : পঞ্চায়েতের মনোনয়নের সময়সীমায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট। সিদ্ধান্তের ভার কমিশনের উপরেই ছাড়ল আদালত। বহাল ভোটের জন্য ৯ জুনের বিজ্ঞপ্তি।
ভয় ফিরল ভাঙড়ে : মনোনয়ন ঘিরে ফের রণক্ষেত্র ভাঙড়। পুলিশের সামনেই গুলি-বোমা! আইএসএফ প্রার্থী-সহ গুলিবিদ্ধ ২।
গাড়িতে তাজা বোমা : দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ভাঙড়! গাড়িতেই মিলল তাজা বোমা! তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। একের পর এক গাড়ি ভাঙচুর।
ব্যাটলফিল্ড ভাঙড় : পঞ্চায়েতের মনোনয়ন নয়, যেন যুদ্ধক্ষেত্র! বোমা-গুলির লড়াইয়ে রণক্ষেত্র ভাঙড়। মাঠের একদিকে তৃণমূল, আরেক প্রান্তে আইএসএফ। (বাইট-বোমা আছে)
নবজোয়ারের আগেই মুক্তাঞ্চল : অভিষেক-আসার আগেই দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ভাঙড়। দফায় দফায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ।
প্রার্থীকে লাথি পুলিশের : উড়ে আসা বোতলের ঘায়ে রক্ত ঝরল পুলিশেরও। মনোনয়ন দিতে আসা আইএসএফ প্রার্থীদের লাঠির ঘা পুলিশের। মারা হল লাথিও।
আবার আরাবুল : শান্তির বার্তাই সার! এবিপি আনন্দের প্রশ্নের মুখে মেজাজ হারালেন আরাবুল।
ক্যানিংয়ে ঝরল রক্ত : মনোনয়ন ঘিরে উত্তপ্ত ক্যানিং। বিডিও অফিসের ভিতরেই হামলা। মুখ ফাটল বিজেপি নেতার! মনোনয়ন না দিয়েই ফিরতে হল প্রার্থীদের!
টিকিট-লড়াইয়ে গুলি : পঞ্চায়েতের টিকিট নিয়ে তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াইয়ে এবার দিনহাটায় চলল গুলি!
মনোনয়ন প্রত্যাহারে হামলা : ১৮-র আতঙ্ক ২৩শেও। বীরভূম মনোনয়ন প্রত্যাহারে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ। বারাসাতে আইএসএফ প্রার্থীকে ধাওয়া করল দুষ্কৃতীরা।
প্রতিরোধে 'একজোট' : নিষেধাজ্ঞা উড়িয়ে রানিনগরে বাইক র্যালি। তৃণমূলের সঙ্গে বিরোধীদেরও টক্কর। হামলা রুখতে এক মিছিলে বাম-কংগ্রেস-বিজেপি।
মনোনয়নে শুভেন্দুর হুঙ্কার : ১১৬ জন বিজেপি প্রার্থীকে নিয়ে শুভেন্দুর নেতৃত্বে মনোনয়ন জমা দিল বিজেপি।
Election Commission: জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগে অসন্তোষ, আদালতে রাজ্য নির্বাচন কমিশন
রাজ্যে পঞ্চায়েত ভোটে পর্যবেক্ষক নিয়োগ নিয়ে সংঘাত। জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগে অসন্তোষ প্রকাশ করে আদালতে গেল রাজ্য নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে মামলার পরবর্তী শুনানি।
Howrah News: মনোনয়ন জমা দিয়েই উল্লাসে মাতলেন তৃণমূল কর্মীদের একাংশ
পঞ্চায়েত ভোটের মনোনয়নের আরও ১ দিন বাকি! অথচ হাওড়ার জগৎবল্লভপুরে বিডিও অফিসে মনোনয়ন জমা দিয়েই, উল্লাসে মাতলেন তৃণমূল কর্মীদের একাংশ। ঠিক যে ছবি দেখা গিয়েছিল বজবজে। সেই ছবিই ফিরে এল হাওড়ার জগৎবল্লভপুরেও! স্বাভাবিকভাবেই বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
Birbhum News: বীরভূমে জেল পরিষদ আসনে প্রার্থী হলেন কাজল শেখ
বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া দলের কোর কমিটিতে আগেই ঠাঁই পেয়েছিলেন। এ বার জেলা পরিষদ আসনে কাজল শেখকে প্রার্থী করল তৃণমূল। যিনি আবার অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত। যদিও এদিন অনুব্রতকে তাঁর রাজনৈতিক গুরু বলে মন্তব্য় করেন কাজল শেখ।
Panchayat Elections Live News: বগটুইয়ের স্বজনহারা পরিবারের আরও দুই জন বিজেপি-র প্রার্থী হলেন
বগটুইয়ের স্বজনহারা পরিবারের এক সদস্য আগেই পদ্মের প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন। এবার নিহত আরও দুই বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা প্রার্থী হলেন পঞ্চায়েত ভোটে। ময়নায় নিহত বিজেপি কর্মীর স্ত্রী ও ইলামবাজারে নিহত বিজেপি কর্মীর বাবা বিজেপির হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
Jhalda News: পঞ্চায়েত ভোটের মুখে পুরুলিয়ায় তৃণমূলে ভাঙন
পঞ্চায়েত ভোটের মুখে পুরুলিয়ায় তৃণমূলে ভাঙন। ঝালদায় অনুগামীদের নিয়ে, শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ব্লক সহ সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।