Sanjay Chakraborty Arrest: যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী
West Bengal News: বিচারক সঞ্জয় চক্রবর্তীকে ১৮ নভেম্বর অবধি পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।
কলকাতা: নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। মুম্বইয়ে গ্রেফতার পণ্ডিত অজয় চক্রবর্তীর (Pandit Ajay Chakraborty) ভাই সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী। ট্রানজিট রিমান্ডে আনা হল কলকাতায়।
যৌন হেনস্থার অভিযোগ: যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার, সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী। এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে, মুম্বই থেকে সঞ্জয় চক্রবর্তীকে গ্রেফতার করে চারু মার্কেট থানার পুলিশ। বুধবার ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে, তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। বিচারক সঞ্জয় চক্রবর্তীকে ১৮ নভেম্বর অবধি পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।
আরজি কর কাণ্ডে প্রতিবাদের আঁচ রাজ্য, দেশের সীমানা ছাড়িয়ে গিয়েছে। ঘটনার তিন মাস পেরিয়ে গিয়েছে। সভা থেকে মিছিল, রাত দখল থেকে ভোর দখল বাদ যায়নি কিছুই। প্রতিবাদ- আন্দোলনে সামিল হয়েছেন সমাজের সব স্তরের মানুষ। কিন্তু এখনও পরিস্থিতির মোটেই বদল ঘটেনি। নারী নিরাপত্তা নিয়ে ফের উঠল প্রশ্ন। আর এবার নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে। আর এই আবহে এবার অরিজিৎ, অভিজিৎ, শ্রেয়া ঘোষালদের নিশানা করলেন কুণাল ঘোষ।
পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী কে মুম্বাইতে আরেক গায়ক এর ফ্ল্যাট থেকে গ্রেফতার। ঘটনাটি চারু মার্কেট থানা এলাকার। পালিয়ে মুম্বাইতে ছিলেন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 14, 2024
নাবালিকা কে গান শেখানোর নাম করে শারীরিক নির্যাতন এর অভিযোগ।
18 তারিখ অব্দি পুলিশ হেফাজত ।
মুম্বাই থেকে অরিজিৎ, অভিজিৎ,…
আরজি কর কাণ্ডের পর গানের সুরে প্রতিবাদ জানিয়েছেন সঙ্গীত শিল্পীরা। যে তালিকায় আছেন অরিজিৎ সিংহ, শ্রেয়া ঘোষালরা। নির্মম ঘটনার প্রতিবাদ হিসেবে গান বেঁধেছেন অরিজিৎ। লাইভ কনসার্টে মঞ্চ থেকে গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন শ্রেয়া ঘোষাল। এবার তাঁদেরই নিশানা করলেন কুণাল ঘোষ। এদিন X হ্যান্ডেলে তিনি লেখেন, "পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তীকে আরেক গায়কের ফ্ল্যাট থেকে গ্রেফতার। আশা করি মুম্বই থেকে অরিজিৎ, অভিজিৎ, শ্রেয়া এই ঘটনা নিয়ে বিবৃতি দেবেন। একটি করে গান শোনাবেন। মুম্বই বা হিন্দি বলয়ের কুকর্ম নিয়ে গান হবে। আপনারা কি সিলেক্টিভ বিপ্লবী? বাংলায় কিছু ঘটলে জাগেন, আপনাদের কর্মক্ষেত্রে হলে ঘুমোন? অরিজিৎ, আর কবে? জাগবেন?'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sagore Dutta Hospital: সাগর দত্ত মেডিক্যালে 'থ্রেট কালচার', এবার হাইকোর্টে মামলা