Partha Chatterjee: গতকালের নির্দেশনামা সংশোধিত হোক, এছাড়াও একাধিক আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের
Enforcement Directorate: ক্যাবিনেট মন্ত্রীর চিকিত্সার আড়ালে জিজ্ঞাসাবাদ এড়ানোর সম্ভাবনার প্রসঙ্গ মোছার আর্জি। হাজার হাজার যোগ্য প্রার্থীদের অশ্রু ধারায় অভিশপ্ত হওয়ার প্রসঙ্গও মুছে দেওয়ার আর্জি।
ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায়, ভুবনেশ্বর : গতকালের নির্দেশনামা সংশোধনের আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের (Parth Chatterjee)। নির্দেশনামা থেকে বেশ কিছু পর্যবেক্ষণ মুছে দেওয়ার আর্জি। এফআইআরে (FIR) নাম থাকা অভিযুক্তদের টাকা নেওয়ার প্রসঙ্গ মুছে দেওয়ার আর্জি। তল্লাশিতে আইনজীবী হাজির না থাকার অভিযোগ সম্ভবত মিথ্যা, এই অংশও মোছার আর্জি। ক্যাবিনেট মন্ত্রীর চিকিত্সার আড়ালে জিজ্ঞাসাবাদ এড়ানোর সম্ভাবনার প্রসঙ্গ মোছার আর্জি। হাজার হাজার যোগ্য প্রার্থীদের অশ্রু ধারায় অভিশপ্ত হওয়ার প্রসঙ্গও মুছে দেওয়ার আর্জি।
ভুবনেশ্বর এইমসে স্পেশাল কেবিনে পার্থ
ভুবনেশ্বর এইমসে স্পেশাল কেবিনে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। প্রথমে জরুরি বিভাগে আনা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ওজন, উচ্চতা, রক্তচাপ, পালস রেট পরীক্ষা করার পর, তিনি কোনও অসুখে ভুগছেন কি না জানতে চান চিকিৎসকরা। পার্থ চট্টোপাধ্যায় যে সমস্ত শারীরিক সমস্যার কথা বলেছেন, তার জন্য তিনি কোনও ওষুধ খান, কী ওষুধ খান, তা জানতে চাওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পর মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নেবে পার্থ চট্টোপাধ্যায়ের কী ধরনের টেস্ট করানো প্রয়োজন।
ভুবনেশ্বরে পৌঁছে বুকে হাত দিয়ে ইঙ্গিতে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বোঝান তাঁর শরীর ভাল নেই। সকাল ৯টা ৫২ মিনিটে এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছয় ভুবনেশ্বর বিমানবন্দরে। প্রস্তুত ছিল অ্যাম্বুল্যান্স ও কনভয়। বিমানবন্দর থেকে ভুবনেশ্বর এইমসে যেতে সময় লাগে মিনিট ৪৫। অ্যাম্বুল্যান্সে করেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় এইমসে। প্রথমে জরুরি বিভাগে চিকিৎসা। কার্ডিওলজি, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজিস্ট, এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে ৪ জনের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে।
এসএসকেএমের রিপোর্ট রিপোর্ট খতিয়ে দেখার পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার মন্ত্রীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পরই তাঁরা তাঁদের মতামত জানাবেন বলেই জানান এইমসের চিকিৎসকরা।
আরও পড়ুন: শরীর ভাল নেই! ভুবনেশ্বরে বুকে হাত রেখে ইঙ্গিত পার্থর, খতিয়ে দেখছেন এইমসের চিকিৎসকরা