Paschim Medinipur News: ব্যস্ত রাস্তায় স্কুটারে চেপে ছাত্রীকে টেনে-হিঁচড়ে নিয়ে গেল ছিনতাইবাজ
স্থানীয়রা জানাচ্ছেন, এদিন সিনেমার কায়দায় স্কুটারে চেপে আসে দুই দুষ্কৃতী। ওই ছাত্রীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে (Snatching) নেওয়ার চেষ্টা করলে ছাত্রী বাধা দেন। তারপরই তাঁকে টেনে নিয়ে যায় দুষ্কৃতীরা
বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: ভর সন্ধেবেলায় খড়গপুরের (Kharagpur) ব্যস্ততম রাস্তায় দুষ্কৃতী তাণ্ডব। মোবাইল ছিনতাই (Mobile Snatching) করতে গিয়ে এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে স্কুটারে চেপে টেনে হিঁচড়ে নিয়ে গেল ছিনতাইবাজরা। প্রায় ৫০ মিটার পর্যন্ত ছাত্রীকে টেনে নিয়ে যাওয়ার পর মোবাইল ছিনিয়ে নিয়ে কার্যত ব্যস্ততম মেদিনীপুর - খড়্গপুর ওটি রোডে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় দুই ছিনতাইবাজ। ঘটনায় শহরজুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। ইতিমধ্যেই খড়গপুর টাউন থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
সিনেমার কায়দায় মোবাইল ছিনতাই-
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্ধুর জন্মদিনের পার্টিতে যোগ দিতে যাচ্ছিলেন দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী। জানা গিয়েছে, ওই ছাত্রী ইন্দার বাসিন্দা। আর তখনই ভর সন্ধেবেলায় খড়গপুরের ব্যস্ততম ইন্দা কলেজ এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব দেখল শহরবাসী। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এদিন হঠাৎই সিনেমার কায়দায় স্কুটারে চেপে আসে দুই দুষ্কৃতী। ওই ছাত্রীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ছাত্রী বাধা দেন। কিন্তু একার গায়ের জোরে দুষ্কৃতীদের কাছে তাঁকে হার মানতেই হল। কিন্তু তারপরও হাল ছেড়ে দেননি ওই ছাত্রী। কিন্তু তখন তাঁকে রীতিমতো টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় স্কুটারের পিছনে বসে থাকা দুষ্কৃতী। প্রায় ৫০ মিটার পর্যন্ত ওভাবে ছাত্রীকে টেনে নিয়ে যাওয়ার পর তাঁর থেকে মোবাইল ছিনিয়ে নেয় তারা। এরপর কার্যত ব্যস্ততম মেদিনীপুর-খড়্গপুর ওটি রোডে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় দুই ছিনতাইবাজ। ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার বাসিন্দারা। দিনের ব্যস্ত সময়ে জনবহুল এলাকায় ছাত্রীর সঙ্গে এই ঘটনায় আতঙ্কে রয়েছেন তাঁরা। জানা গিয়েছে, খড়গপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন - Paschim Medinipur News: চেয়ারম্যানের শপথের পর পেরিয়েছে মাসখানেক, এখনও হয়নি পূর্ণাঙ্গ পুরবোর্ড
অন্যদিকে, দিন দুয়েক আগেই পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় এক খুদের। আর তা ঘিরেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকে চন্দ্রকোনা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার গোপসাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে।