Pashchim Bardhaman: ভোটযুদ্ধে সরগরম আসানসোল! অগ্নিমিত্রা পালের প্রচারে আসা নাট্যকর্মীদের পুলিশি হেনস্থার অভিযোগ
Pashchim Bardhaman News: গেরুয়া শিবিরের দাবি, জিজ্ঞাসাবাদের নামে নাট্যকর্মীদের হেনস্থা করেছে পুলিশ। নানাভাবে হুমকিও দেওয়া হয়েছে তাঁদের। গন্ডগোলের খবর পেয়ে অতিথিশালায় চলে আসেন অগ্নিমিত্রা পাল।
কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী (BJP Candidate) অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) সমর্থনে প্রচারে আসা নাট্যকর্মীদের (Theatre Workers) পুলিশি হেনস্থার অভিযোগ। পুলিশের (Police) সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী। তদন্তের জন্যই জিজ্ঞাসাবাদ বলে দাবি পুলিশের। এই নিয়ে অগ্নিমিত্রাকে কটাক্ষ করেছে তৃণমূল।
নাট্যকর্মীদের একটি দলকে হুমকি দেওয়ার অভিযোগ
ভোটযুদ্ধে ফের সরগরম আসানসোল। এবার নাট্যকর্মীদের একটি দলকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।
বিজেপি সূত্রে দাবি, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তাদের প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে প্রচারে এসেছে নাট্যকর্মীদের একটি দল। ওই দলটি আসানসোল স্টেশন সংলগ্ন রেলের একটি অতিথিশালায় রয়েছে। সেখানেই শুক্রবার রাত ১২টা নাগাদ অভিযান চালায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আর এতেই উঠছে অভিযোগ।
গেরুয়া শিবিরের দাবি, জিজ্ঞাসাবাদের নামে নাট্যকর্মীদের হেনস্থা করেছে পুলিশ। নানাভাবে হুমকিও দেওয়া হয়েছে তাঁদের। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। গন্ডগোলের খবর পেয়ে অতিথিশালায় চলে আসেন অগ্নিমিত্রা পাল। রীতিমতো অগ্নিশর্মা হয়ে ওঠেন তিনি। তখনই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি প্রার্থীর। আসানসোল লোকসভার বিজেপি প্রার্থীকে সেখানে বলতে শোনা যায়, 'কীসের এনকোয়ারি? আপনারা দুপুরে আসছেন, রাতে আসছেন। এখানে মহিলারা রয়েছে।'
পুলিশ অফিসারের উত্তর, 'আমাদের কাছে একটা ইনফর্মেশন এসেছিল। তার তদন্তে এসেছি।'
অগ্নিমিত্রা পালের পাল্টা দাবি, 'পথনাটিকা করতে এসেছে। এভাবে আপনারা টিজ করবেন? বাচ্চা বাচ্চা মেয়েরা রয়েছে, ছেলেরা রয়েছে। অপরাধী নয় তো তারা।'
ঘটনায় তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে
নাট্যকর্মীদের পুলিশের ‘হুমকি’। পুলিশকে তোপ অগ্নিমিত্রা পালের। বিজেপি প্রার্থীকে কটাক্ষ তৃণমূলের।
অগ্নিমিত্রা পালের কথায়, 'গতকাল দুপুরেও নাট্যকর্মীদের একদফা জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকী, এক নাট্যকর্মীর তুফানগঞ্জের বাড়িতে গিয়েও পুলিশ হেনস্থা করে।'
আরও পড়ুন: Coochbehar: শীতলকুচিকাণ্ডের বছর পার, এখনও বিচারের অপেক্ষায় নিহতদের প্রিয়জনেরা
তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশুর দাবি, 'পুলিশ পুলিশের কাজ করছে, বাইরে থেকে কেউ এলে পুলিশ জিজ্ঞাসা করতেই পারে। অগ্নিমিত্রার কাজ সব বিষয়ে অভিযোগ করা।'
এই বিষয়ে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল জানিয়েছেন, রুটিন এনকোয়ারি করতেই অতিথিশালায় গিয়েছিল পুলিশ। বিভিন্ন জায়গায় এমন তল্লাশি চালানো হচ্ছে।