Petrol-Diesel Price Today: পেট্রোল-ডিজেলের দাম জেনে আজ বাড়ি থেকে বের হোন
Petrol price Diesel Price : গত বছরের ৪ নভেম্বর, কেন্দ্রীয় সরকার প্রথমবার শুল্ক কমানোর পর কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা।
কলকাতা : পেট্রোল এবং ডিজেলের দাম শনিবার (25 জুন) অপরিবর্তিত রয়েছে । অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোলের উপর আবগারি শুল্ক প্রতি লিটার ৮ টাকা করে কমানোর কথা ঘোষণা করে। তার পর থেকে দাম এক মাসেরও বেশি সময় ধরে অব্যহত রয়েছে। কেন্দ্র পেট্রোল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরেই রাজ্যে কিছুটা কমে জ্বালানির দাম। তবে এখনও একশো টাকার উপরই রয়েছে পেট্রোলের দাম।
পেট্রোপণ্য থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। ২৪’র লোকসভা ভোটের আগে যা নিয়ে মোদি সরকারকে একযোগে আক্রমণ করে চলেছে বিরোধীরা। আজ কলকাতায় পেট্রোল - ডিজেলের দাম এক নজরে ( Fuel price in Kolkata )
আজ পেট্রোল ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি ।
June 25 - আজ জ্বালানীর দাম কত
পেট্রোল ( Petrol ) লিটার প্রতি Rs 106.03,
ডিজেল ( Diesel ) লিটার প্রতি Rs. 92.76.
গত বছরের ৪ নভেম্বর, কেন্দ্রীয় সরকার প্রথমবার শুল্ক কমানোর পর কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা। ডিজেলের ক্ষেত্রে ৮৯ টাকা ৭৯ পয়সা ছিল প্রতি লিটার। ফলে মে মাসের শেষ ফের এক্সাইজ ডিউটি কমলেও, কলকাতায় পেট্রোলের দাম ৬ মাস আগের তুলনায় লিটারে ১ টাকা ৩৬ পয়সা এবং ডিজেলের দাম লিটার পিছু ২ টাকা ৯৭ পয়সা বেশি। সেই দামই এখনও চলছে।