এক্সপ্লোর
Dol Utsav Weather : দোলের আগেই ঘূর্ণাবর্ত, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি নাকি খটখটে রোদ ?
বাংলায় কেমন থাকবে দোলের দিনের আবহাওয়া ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বঙ্গে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া ?
1/9

রঙের উৎসবে জল রঙে ভিজতে তো সকলেই চান। তবে বৃষ্টি হলে দোলের আনন্দই মাটি। দোল খেলা থেকে দোলের উইকএন্ড ট্রিপ সবটাই মাটি হয়ে যেতে পারে বৃষ্টি হলে। কী জানাচ্ছে আবহাওয়া দফতর, কেমন আবহাওয়া থাকবে দোলে।
2/9

আইএমডির পূর্বাভাস অনুসারে, কোথাও আবহাওয়া থাকবে শুকনো , কোথাও আবার হবে ঝমঝমিয়ে বৃষ্টি। আগামী ১৫ মার্চ পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে উত্তর ভারতে। দিল্লি , রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে এবার বৃষ্টিস্নাত দোলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
Published at : 11 Mar 2025 04:16 PM (IST)
আরও দেখুন





















