Panchayat Election 2023: 'আমাদের ভোটটাও দিতে দিলেন না?', ডোমজুড়ের জগদীশপুরের পোস্টার ঘিরে চাঞ্চল্য
Poster In Howrah Jagadishpur:ডোমজুড়ের জগদীশপুর জুড়ে 'ছিঃ' লেখা পোস্টার। সেখানে আরও লেখা রয়েছে, 'আমাদের ভোটটাও দিতে দিলেন না?' এই পোস্টার ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
সুনীত হালদার, হাওড়া: ডোমজুড়ের (Domjur) জগদীশপুর জুড়ে 'ছিঃ' লেখা পোস্টার (Poster)। সেখানে আরও লেখা রয়েছে, 'আমাদের ভোটটাও (vote) দিতে দিলেন না?' এই পোস্টার ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
কী দেখা গেল?
এবারের, পঞ্চায়েত ভোটে বেনজির সন্ত্রাস হয়েছে বঙ্গে। ছাপ্পা, রিগিংয়ের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধীরা। আর, এসবের মধ্যেই ডোমজুড়ের জগদীশপুরজুড়ে দেখা গেল এই পোস্টার। যেখানে বড় করে লেখা 'ছিঃ'। এর পাশাপাশি পোস্টারে লেখা রয়েছে, 'আমাদের ভোটটাও দিতে দিলেন না?' নীচে লেখা, জগদীশপুর অঞ্চল গ্রামবাসীবৃন্দ। পঞ্চায়েত ভোটে হাওড়ার জগদীশপুরে ব্যাপক ভোট লুঠ এবং ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। এই অবস্থায়, 'ছিঃ' লেখা এই পোস্টার ঘিরেই চড়ছে জেলার রাজনীতির পারদ। হাওড়ায় বিজেপির মুখপাত্র ওমপ্রকাশ সিংহের মতে, 'গ্রামের মানুষ পঞ্চায়েত ভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারায় তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।' কার্যত একসুর হাওড়া সিপিএমের সম্পাদক দিলীপ ঘোষের। পোস্টারে 'ছিঃ' কটাক্ষের জবাব দিয়েছে তৃণমূলও। কিন্তু তাতে কি এই অস্বস্তি পুরোটা এড়ানো যাচ্ছে?
জগদীশপুর সম্পর্কে...
বালি-জগাছা ব্লকের মধ্যে পড়ে জগদীশপুর। এই ব্লকের ৮টি পঞ্চায়েত রয়েছে যার সবকটিই তৃণমূলের দখলে। পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সব আসও তৃণমূলের দখলে। কিন্তু এই ধরনের পোস্টারের পর পঞ্চায়েতের ফলাফল নিয়ে কোনও অস্বস্তি তৈরি হচ্ছে না? প্রসঙ্গত, মনোনয়নপর্ব থেকে শুরু করে ভোট এবং গণনার দিন একাধিক অভিযোগ সামনে এসেছে। ভোট সংক্রান্ত একাধিক অভিযোগের প্রেক্ষিতে, গত কয়েকদিনে বেশ কয়েকজন বিডিও-কে তলব করে কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোটে কারচুপির অভিযোগে, ইতিমধ্য়েই বিডিও-দের বিরুদ্ধে পথে নেমেছে বিজেপি! তবে বিডিও-দের ভূমিকা নিয়ে শুধু যে বিরোধীরাই সরব, এমন নয়। এখনও পর্যন্ত ৬ জন বিডিওর থেকে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট! কাউকে কাউকে আদালতে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। হাবড়া ২ নম্বর ব্লকের দিঘরা মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথে, ভোটারের চেয়ে প্রদত্ত ভোটের সংখ্যা অনেক বেশি! মোট ভোটার সংখ্য়া যা, ভোট পড়েছে তার থেকে প্রায় ১৬৭ শতাংশ বেশি! এই পরিস্থতিতে হাবড়া ২ নম্বর ব্লকের বিডিও-র থেকে রিপোর্ট তলব করেছেন বিচারপতি অমৃতা সিন্হা। জ্যাংড়া হাতিয়াড়া দু নম্বর পঞ্চায়েতে ভোটের দিন অনেক ভোটারকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বাধাদানকারীদের মুখে শোনা গেছিল ভোট বয়কটের অজুহাত! ভোট বয়কটের বুথে ভোট পড়েছে ৯৫ শতাংশ! এই মামলাতেও রাজারহাটের বিডিও-র তথ্য তলব করা হয়। জলপাইগুড়ির ধূপগুড়িতে শাঁখোয়াঝোড়া-২ গ্রাম পঞ্চায়েতের ভোটকেন্দ্রে, ভোটের দিনই বুথের বাইরে ৪৭টি ব্যালট পেপার উদ্ধার করা হয়। সেই ঘটনার জলও গড়ায় আদালত পর্যন্ত। ৩ অগাস্টের মধ্যে BDO-কে রিপোর্ট দিতে বলেছেন বিচারপতি অমৃতা সিন্হা।