Kalna News: অনলাইন শিশু-পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ, দেশের ৫৬ জায়গায় CBI তল্লাশি, কালনায় কলেজ পড়ুয়ার বাড়িতেও হানা
Purba Bardhaman News: শনিবার সকালে ওই ছাত্রের বাড়িতে হাজির হন সিবিআই-এর চার আধিকারিক।
রানা দাস, কালনা: কলেজ ছাত্রর বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হানা। কালনার নাদনহাটে কলেজ পড়ুয়ার বাড়িতে সিবিআই-এর তল্লাশি (CBI)। ওই পড়ুয়া নবদ্বীপ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র (College Student)। তাঁর ল্যাপটপ এবং মোবাইল ফোন ঘেঁটে দেখলেন গোয়েন্দারা। বাজেয়াপ্ত করা হল ল্যাপটপের মেমরি কার্ড এবং মোবাইল ফোন। নেটমাধ্যমে শিশু-পর্নোগ্রাফি ছড়ানোর তদন্তেই তল্লাশি বলে জানা গিয়েছে।
কালনায় কলেজ পড়ুয়ার বাড়িতে সিবিআই
শনিবার সকালে ওই ছাত্রের বাড়িতে হাজির হন সিবিআই-এর চার আধিকারিক (Kalna News)। বেড়ার বাড়ি তন্নতন্ন করে খুঁজে দেখা হয়। খাটের বিছানা উল্টে, আলমারি থেকে জিনিসপত্র নামিয়ে চালানো হয় চিরুণি তল্লাশি। ওই পড়ুয়ার ল্য়াপটপ এবং মোবাইল ফোনটিও খুঁটিয়ে দেখা হয়। নেটমাধ্যমে যেখানে যেখানে অ্যাকাউন্ট আছে ওই ছাত্রের, সমস্ত তথ্য আদায় করেন গোয়েন্দারা। শেষে ল্যাপটপের মেমরি কার্ড এবং মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। তদন্তের প্রয়োজনে তাঁকে ডাকা হতে পারে জানিয়ে গিয়েছে সিবিআই।
ওই ছাত্র যদিও শিশু-পর্নোগ্রাফি সংক্রান্ত কোনও কিছুতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এই ধরনের কর্মকাণ্ডে তিনি যুক্ত কি না জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। তিনি যে এমন কিছুর সঙ্গে যুক্ত নন, তা পরিষ্কার জানান। তার পরই ল্যাপটপের মেমরি কার্ড এবং মোবাইল ফোনটি নিয়ে বেরিয়ে যান গোয়েন্দারা। প্রয়োজনে তাঁকে ডেকে পাঠানো হতে পারে জানিয়ে যান।
বিভিন্ন অনলাইন মাধ্যমে প্ল্যাটফর্মে শিশুদের পর্নোগ্রাফি আপলোড এবং সেই সংক্রান্ত ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনায় শনিবার দেশ জুড়ে তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই। দেশের মোট ৫৬টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হয়। এই অভিযানের নাম রাখা হয়েছে, ‘অপারেশন মেঘ চক্র’। তাতে কালনার ওই পড়ুয়ার বাড়িতেও পৌঁছন গোয়েন্দারা। ছাত্রের বাড়ির লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ল্যাপটপের মেমরি এবং মোবাইল ফওন ছাড়াও বেশ কিছু কাগজপত্রও গোয়েন্দারা নিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।
বাজেয়াপ্ত করা হয়েছে পড়ুয়ার ল্যাপটপ, মোবাইল ফোন। অনলাইনে শিশু-পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে জিজ্ঞাসাবাদ। নেট মাধ্যমে শিশু-পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে দেশজুড়ে তল্লাশি। দেশের ৫৬ জায়গায় একযোগে ‘অপারেশন মেঘ চক্র’ সিবিআইয়ের।
শিশুদের পর্নোগ্রাফি ছড়ানোর তদন্তে সিবিআই
অন্য দিকে, মোবাইল অ্যাপে প্রতারণা কারবারে গার্ডেনরিচে (Garden REach) কোটি কোটি টাকা উদ্ধার হয়। সেই ঘটনায় পুলিশের জালে মূল অভিযুক্ত আমির খান (Amir Khan)। গতকাল রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদের সেক্টর ফাইভের অলিভ কাউন্টি থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা গোয়েন্দা পুলিশ। স্থানীয় থানায় অভিযোগ দায়েরের পর শনিবারই কলকাতায় ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে ই-নাগেটস মোবাইল অ্যাপের মালিক আমিরকে (Kolkata News)।