Recruitment Scam: কাটোয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব করল CBI
CBI Summons HM on Recruitment Scam: সিবিআই তলবে নিজাম প্যালেসে কাটোয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা। কাটোয়া গার্লস স্কুলে বেআইনি ভাবে বেশ কয়েকজনের চাকরির অভিযোগ।
কাটোয়া: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam)এবার কাটোয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব। সূত্রের মারফত খবর, সিবিআই তলবে নিজাম প্যালেসে কাটোয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা।
সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, রাজ্যের বিভিন্ন জেলায়, বিভিন্ন স্কুলে , যাদের চাকরি হয়েছিল বেআইনিভাবে, তাঁদের একটি তালিকা তৈরি করা হয়েছে। আর এই তালিকাতেই সামনে এল নাম। কাটোয়া গার্লস স্কুলে বেআইনি ভাবে বেশ কয়েকজনের চাকরির অভিযোগ। কাদের সুপারিশে চাকরি, মেল মারফত কোনও চিঠি এসেছিল, নাকি হাতে কেউ দিয়ে গিয়েছিল ? জানতে প্রধান শিক্ষিকাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবং তিনি যে ডকুমেন্ট জমা দেবেন, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের পিছনে কে রয়েছে ? সেই চেষ্টাতেই সক্রিয় ভূমিকায় সিবিআই অফিসারেরা। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, প্রায় ১ ঘণ্টার উপরে হয়ে গিয়েছে, এখনও কাটোয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই অফিসারেরা।
প্রসঙ্গত, রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় গতবছর থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে। রাজ্যের শাসকদলের একের পর এক হেভিওয়েটের হাতে পড়েছে হাতকড়া। যদিও এনিয়ে এখনও তদন্ত এগিয়ে চলছে। তবে গতবছর এই মামলায় সবথেকে বড় মোড় নিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পর। স্বাভাবিকভাবেই বরাবরা বিজেপির বঙ্গ নের্তৃত্ব বলে এসেছে, 'মাথারা কোথায় ? রাঘব বোয়ালদের ধরা হচ্ছে না কেন ?' এমনকি গ্রেফতারির পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কিন্তু এই মন্তব্যের পরেই বাম-বিজেপির তরফে প্রশ্ন এসেছে, তাহলে ষড়যন্ত্রের মূল কারা রয়েছে ? তাঁদের নাম প্রকাশ করার। যদিও গ্রেফতারির পর রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাশে না পেলেও, পার্থ চট্টোপাধ্যায়কে মেডিক্যাল চেকআপের পথেই হোক, কিংবা আদালতে পেশের আগেই হোক, তিনি সব দিনই দলনেত্রীর প্রতি আস্থা প্রকাশ করেছেন।
আরও পড়ুন, 'Congress সমর্থকের বাড়ির সামনেই আড্ডা তৃণমূলের', আচমকাই পড়ল বোমা !
দেখতে দেখতে বছর গড়িয়ে গিয়েছে। যদিও নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্য়েই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদালতের তরফে। এমনকি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে নিয়েও কম জলঘোলা হয়নি। নিয়োগ দুর্নীতির অভিযোগে, তার পরিবার এবং তার মেয়েরও চাকরি চলে গিয়েছিল হাইকোর্টের বিচারপতির নির্দেশে। তবে মাঝে পঞ্চায়েত ভোটের ইস্যু নিয়ে রাজ্য-রাজনীতি উত্তাল থাকলেও, ফের ফোকাসে নিয়োগ দুর্নীতি মামলা।