East Bardhaman News: ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ, এক লহমায় বদলে গেল সব, আহত অন্তত ৫০ যাত্রী ! মর্মান্তিক দুর্ঘটনা বর্ধমানে..
East Bardhaman Bus Accident: রেষারেষি করে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা, বর্ধমানে আহত ৫০

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: রেষারেষি করে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা, বর্ধমানে আহত ৫০ । আলমপুরে বর্ধমান-সিউড়ি 2B জাতীয় সড়কে দুর্ঘটনা। ইলামবাজার-বর্ধমান বাসের সঙ্গে বর্ধমান-গুসকরা বাসের সংঘর্ষ। রেষারেষি করে ওভারটেক করতে গিয়ে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় ২ বাসের অন্তত ৫০জন যাত্রী আহত, বর্ধমান মেডিক্যালে ভর্তি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,শুক্রবার দুপুরে বর্ধমান সিউড়ী এইএইচ টু বি জাতীয় সড়কের আলমপুর মোড়ে দু'টি বেসরকারি যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন বাসযাত্রী জখম হয়। আহতদের একটি বাসে করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসের পাশাপাশি দুটি ছোট গাড়ি করেও আহতদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
স্থানীয় বাসিন্দারা জানান, ইলামবাজার থেকে বর্ধমান মুখী একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, বর্ধমান থেকে গুসকরামুখী একটি বেসরকারি বাসের।স্থানীয়দের দাবি,গুসকরামুখী বাসটি রেষারেষি করে ওভারটেক করতে গিয়ে বর্ধমানমুখী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত বাসযাত্রী অমিত দাস বলেন, রেষারেষি করে ওভারটেক করতে গিয়েই বিপত্তি ঘটে। গুসকরামুখী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বর্ধমানমুখী বাসের সামনে ধাক্কা মারে।বাসের চালক মদ্যপ অবস্থায় ছিল, বলে দাবি অমিত দাসের ।
কিছু দিন আগেই মর্মান্তিক দুর্ঘটনার মুখোমুখী হয়েছিল বাঁকুড়া। বোলারো পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে, উল্টে গিয়েছিল পর্যটকবাহি বাস। আহত হয়েছিলেন অন্তত ১৫ জন পর্যটক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল ইন্দপুরের বাগডিহা এলাকায়। স্থানীয় সূত্রে খবর এসেছিল, কলকাতা থেকে ৬৫ জন পর্যটককে নিয়ে মুকুটমণিপুরের দিকে যাচ্ছিল ওই পর্যটকবাহী বাস। বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে ইন্দপুরের বাগডিহার কাছে উল্টে যায় বাসটি। এই ঘটনায় কমবেশি আহত হয়েছিলেন অন্তত ১৫ জন পর্যটক।
আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের আগে হিথরো বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড !
সম্প্রতি তিন জেলায় তিনটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাঁচজনের। কোথাও ট্রাকের চাকার পিষ্ঠ হয়ে মৃত্যু হয়েছিল দুই যুবকের। কোথাও পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছিল তিন ব্যক্তির। কোথাও আবার দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। যদিও পাল্টা সাফাই দিয়েছিল পুলিশ। মালদার হরিশচন্দ্রপুরে মর্নিং ওয়াকে বেরিয়ে বেপরোয়া পিক আপ ভ্য়ানের ধাক্কায় মৃত্য়ু হয়েছিল তিনজনের। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার জয়পুর কালিবাড়ি মোড় এলাকাতেও ঘটেছিল একটা মর্মান্তিক ঘটনা। রাতে ২ যুবক মোটরবাইকে করে যাওয়ার সময় একটি ভ্য়ানের সঙ্গে সংঘর্ষ হয়েছিল তাঁদের। সেই সময় রাস্তা দিয়ে পেট্রাপোলের দিকে যাচ্ছিল একটি ট্রাক। ছিটকে সেই ট্রাকের চাকার নীচে চলে আসেন ২ জন। এরপরই চাকায় পিষ্ট হয়ে মৃত্য়ু হয়েছিল তাঁদের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
