East Burdwan: পিকনিকে গিয়ে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় মেমারিতে গ্রেফতার ২
East Burdwan: গতকালই পিকনিক করতে গিয়ে মেমারির কোলে মল্লিকাপুরের বাসিন্দা সৌরভ অধিকারীর রহস্যজনক ভাবে মৃত্যুর ঘটনা ঘটে। হুগলির বৈঁচিতে ডিভিসির ক্যানেলের জল থেকে উদ্ধার হয় দেহ।
![East Burdwan: পিকনিকে গিয়ে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় মেমারিতে গ্রেফতার ২ east burdwan 2 arrested allegation of mysterious death of youth going on picnic body rescued from the dvc canal East Burdwan: পিকনিকে গিয়ে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় মেমারিতে গ্রেফতার ২](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/04/0152a7f1d3b2cc88d0cac1780c82102a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কমলকৃষ্ণ দে, মেমারি (পূর্ব বর্ধমান): পিকনিক করতে গিয়ে মেমারির যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃতেরই দুই বন্ধুকে গ্রেপ্তার করল মেমারি থানার পুলিশ। ধৃত অর্ক মহন্ত ও রঞ্জিত হাতিকে আজ বর্ধমান আদালতে তোলা হয়।
গতকালই পিকনিক করতে গিয়ে মেমারির কোলে মল্লিকাপুরের বাসিন্দা সৌরভ অধিকারীর রহস্যজনক ভাবে মৃত্যুর ঘটনা ঘটে। হুগলির বৈঁচিতে ডিভিসির ক্যানেলের জল থেকে উদ্ধার হয় দেহ। পরিকল্পিত খুনের অভিযোগ করা হয় পরিবারের তরফে। ঘটনার তদন্তে নেমে মেমারী থানার পুলিশ অর্ক মহন্ত ও রঞ্জিত হাতিকে গ্রেপ্তার করে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সৌরভ চার বন্ধুর সঙ্গে পিকনিক করতে মেমারি থানার অন্তর্গত নুদিপুর লক গেটের কাছে যায়। পিকনিক করে সবাই বাড়ি চলে গেলেও সৌরভ বাড়ি না ফেরার কারণে সৌরভের পরিবারের লোক তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রথমে না বললেও পরে জানায় যে সৌরভ ডিভিসির ক্যানেলের জলে তলিয়ে গেছে। পরিবার পক্ষ থেকে মেমারি থানায় জানালে, পুলিশ রাতে খোঁজাখুঁজি করে হদিশ না পেয়ে সিভিল ডিফেন্সকে খবর দেয়।সিভিল ডিফেন্স ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি করার সময় খবর আসে পান্ডুয়া থানার অন্তর্গত বৈঁচি লকগেটে একটি অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ ভাসছে।
পান্ডুয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে গেলে পরিবার দেহটি শনাক্ত করে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে অর্ক মহন্ত। হুগলির বৈঁচিতে ডিভিসির ক্যানেলের জল থেকে উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ। যদিও পরিবারের দাবি পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।
পরিবার পক্ষ থেকে মেমারি থানায় জানানোর পর পুলিশ রাতে খোঁজাখুঁজি করে হদিশ না পেয়ে সিভিল ডিফেন্সকে খবর দেয়। সিভিল ডিফেন্স ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি করার সময় খবর আসে পাণ্ডুয়া থানার অন্তর্গত বৈঁচি লকগেটে একটি অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ ভাসছে। পান্ডুয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে গেলে পরিবার দেহটি শনাক্ত করে। পরিবারের দাবি পরিকল্পনা করে খুন করা হয়েছে সৌরভকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)